এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মধুচন্দ্রিমা শেষ! জুলাইয়ের শেষ সপ্তাহেই মোদীর ঘুম ওড়াতে চলেছে ‘ক্ষুব্ধ’ সঙ্ঘ? বাড়ছে জল্পনা

মধুচন্দ্রিমা শেষ! জুলাইয়ের শেষ সপ্তাহেই মোদীর ঘুম ওড়াতে চলেছে ‘ক্ষুব্ধ’ সঙ্ঘ? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএবার কি নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সংঘাত শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের? জানা গেছে, বেসরকারিকরণ ইস্যুতে এবার নাগপুর বনাম দিল্লির সংঘাত চরমে উঠতে চলেছে। আর নরম সমঝোতার পথে নয়, এবার হিন্দুত্বের পোস্টার বয় বলে পরিচিত নরেন্দ্র মোদিকে শায়েস্তা করতে উদ্যোগী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

বস্তুত, বর্তমানে দেশের একাধিক সংস্থাকে বেসরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীরা সরকারকে আরও চেপে ধরেছে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাগপুর শাখার পক্ষ থেকেও‌যে এই ব্যপারে পথে নামা হবে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলা হবে, তা সত্যিই কল্পনা করা যায়নি।

কিন্তু এবার বেসরকারিকরণের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভারতীয় মজদুর সংঘ পথে নামতে চলেছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অস্বস্তি বৃদ্ধি করে আগামী 24 থেকে 30 শে জুলাই পর্যন্ত গোটা দেশজুড়ে সংগঠনের পক্ষ থেকে “সরকার জাগাও সপ্তাহ” পালন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রতিরক্ষা, রেল, কয়লা, বীমা সহ একাধিক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কথা শোনা যাচ্ছে কেন্দ্রের গলায়।

তবে দেশের সম্পদ কিভাবে বিদেশের কাছে কেন অসুবিধা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “আত্মনির্ভর ভারতের” কথা বললেও কেন দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশের হাতে তুলে দিয়ে ভারতকে আরও পরনির্ভরশীল করে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে দেখা গেছে। তবে বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারকে চেপে ধরা হবে, এটাই স্বাভাবিক।

কিন্তু এবার যেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চলেছে, তাতে বিজেপি বড়সড় অস্বস্তিতে পড়তে পারে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, পরিস্থিতি এমন আকার নিয়েছে যে, সংগঠনের পক্ষ থেকে নাগপুরে ধর্মঘটও ডাকা হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে বিজেপির প্রাণকেন্দ্র। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সঙ্ঘেথ সিদ্ধান্ত ছাড়া বিজেপি তেমন ভাবে কাজ করে না।

কিন্তু এবার কি সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির দূরত্ব হতে চলেছে? দেশের বিভিন্ন সম্পত্তি বেসরকারিকরণ করে দেওয়া নিয়ে সংঘের শ্রমিক সংগঠন রাস্তায় নামায় এবার কি নরেন্দ্র মোদির অস্বস্তি আরও বাড়বে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে গোটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বর্তমানে যদি কেন্দ্রের বিজেপি সরকার এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় না বসলে তাদের পথে নামা বিজেপির কাছে গলার কাঁটা হয়ে দাঁড়াবে বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আর এই গোটা ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা ময়দানে নেমে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির পক্ষ থেকে সংঘের সঙ্গে আলোচনা করে পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!