এখন পড়ছেন
হোম > জাতীয় > অন্তত ১৫০ আসন পাব, মোদীকে আমন্ত্রণ জানাবো: কর্নাটকে বিজেপির ‘ভাবি’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

অন্তত ১৫০ আসন পাব, মোদীকে আমন্ত্রণ জানাবো: কর্নাটকে বিজেপির ‘ভাবি’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী


আগামী বৃহস্পতিবার ১৭ ই মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়লাভ করে দলীয় সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছেন তিনিই। ১২ ই মে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এমন কথাই জানালেন শিকারিপুরার বিজেপি প্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর আবেভাবে স্পষ্ট করে দিলেন তিনিই হতে চলছেন রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী। এদিন তিনি বললেন ২২৪ টী আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কম করে হলেও ১৫০ টি আসন পাবে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যেহেতু তিনি রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি কামনা করেন। সেই উদ্দেশ্যে আগামী ১৫ ই মে প্রধানমন্ত্রী কে আমন্ত্রন জানাতে তিনি দিল্লী যাবেন। এদিন তিনি জানালেন দলের তরফে নির্বাচনী প্রচারকার্যে তিনি তিনবার গোটা রাজ্য সফর করেছেন অল্প দিনের মধ্যেই। এই সফরকালে রাজ্যের সাধারণ মানুষদের সাথে আলাপচারিতায় তিনি জানতে পেরেছেন রাজ্যবাসী রাজ্যের বর্তমান শাসক দল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ওপরে অত্যন্ত অসন্তুষ্ট। এইসব ঘটনা প্রত্যক্ষ করেই তিনি বিজেপির জয়লাভ এবং সরকার গঠন সম্পর্কে আত্মবিশ্বাসী। প্রসঙ্গত বিজেপি এখনও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি। যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পুনরায় মুখ্যমন্ত্রী পদে বহালের সম্ভবনা রয়েছে তথাপি খাদান কেলেঙ্কারী মামলায় অভিযুক্ত হওয়ার দরুণ সংশয় থেকেই যায়। তাই রাজ্যবাসী সহ রাজনৈতিক মহল অধীর আগ্রহে আগামী ১৫ ই মে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার দিকে তাকিয়ে রয়েছে। সেদিনই সকল জল্পনার অবসান ঘটিয়ে জানতে পারা যাবে কার মাথায় উঠতে চলছে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদের মুকুট ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!