এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির সঙ্গে সখ্যতা বাড়ছে অরবিন্দ কেজরিওয়ালের, প্রবল চাপে মমতা থেকেবিরোধী জোট!

মোদির সঙ্গে সখ্যতা বাড়ছে অরবিন্দ কেজরিওয়ালের, প্রবল চাপে মমতা থেকেবিরোধী জোট!


বহু চেষ্টা করেও দিল্লির ক্ষমতা দখল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তৃতীয়বারের জন্য সাধারণ মানুষের জনাদেশ নিয়ে বিজেপিকে কার্যত কুপোকাত করে দিল্লির ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। রবিবার দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে চরম বিরোধিতা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল।

কিন্তু বারানসীতে থাকার কারণে এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী। তবে নিজে উপস্থিত না হতে পারলেও, অরবিন্দ কেজরিওয়ালকে ভালোভাবে কাজ করার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাল্টা কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদিকে পাশে পাওয়ার প্রার্থনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাওয়ার পাশাপাশি ট্যুইটে প্রধানমন্ত্রীকে পাশে থাকার আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “আপনার আন্তরিক অভিনন্দন জন্য ধন্যবাদ। আমি আশা করেছিলাম আপনি আসবেন। কিন্তু আপনার ব্যস্ততার কথাও আমি বুঝি। এখন আমাদের উচিত একসঙ্গে কাজ করা। যাতে দিল্লি আগামীতে গোটা ভারতের কাছে গর্বের হয়ে উঠতে পারে।”

আর সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছিল। শপথগ্রহণে নরেন্দ্র মোদির কাছে যেভাবে আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল, তা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে মূল লক্ষ্য ছিল উন্নয়নকে প্রতিষ্ঠা করা। সেদিক থেকে ক্ষমতায় এলে তিনি আরও উন্নয়ন করবেন বলে দিল্লিবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর দেশের রাজধানী বলে পরিচিত দিল্লিতে উন্নয়ন করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের সাহায্য যে প্রত্যন্ত প্রয়োজনীয়, তা ভালই বুঝতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আর তাই এদিন শপথ গ্রহণের মঞ্চ থেকেই এবং টুইটারে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করতে দেখা গেল তাঁকে। অনেকে আবার অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রীর মধ্যে এই কথোপকথন দেখে বিরোধী জোটে এর ফলে ধাক্কা খেতে পারে বলে মনে করছেন।

একাংশের মতে, দিল্লিতে উন্নয়নই এখন অরবিন্দ কেজরিওয়ালের কাছে মূল লক্ষ্য। সেদিক থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রথমদিনেই যেভাবে তিনি সহযোগিতা চেয়ে বসলেন, তাতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির তরফ থেকে বিজেপির বিরোধিতা কিছুটা হলেও কমে যেতে পারে। আর তা যদি হয়ে যায়, তাহলে বিরোধী মহাজোট অনেকটাই ধাক্কা খাবে বলে মত ওয়াকিবহাল মহলের। এখন গোটা পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!