এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী ম্যাজিক অব্যাহত, যেখানে মোদী সভা করছেন সেখানেই এগিয়ে বিজেপি

মোদী ম্যাজিক অব্যাহত, যেখানে মোদী সভা করছেন সেখানেই এগিয়ে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে আজ। দীর্ঘ কয়েক দিন ধরে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বিহার বিধানসভার তিনদফা নির্বাচন হয়েছে। বুথ ফেরত সমীক্ষা থেকে কিন্তু এনডিএ জোট পিছিয়ে ছিল বিপুল ভোটে। কিন্তু আসল ফলাফলের দিন দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফলের সাথে মিলছে না ভোটবাক্সের গণনা। প্রসঙ্গত, এবারের বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন জায়গায় প্রায় এক ডজন সভা করেছিলেন এবং দেখা যাচ্ছে যেসব জায়গায় নরেন্দ্র মোদী সভা করে এসেছেন, ঠিক সেই সব জায়গাতেই এনডিএ প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

অর্থাৎ মোদী ম্যাজিক এখনো অব্যাহত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিহারের নির্বাচনী জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাসারাম, গয়া, ভাগলপুর, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, পাটনা. ছাপরা, পূর্ব চম্পারন, সমস্তিপুর, পশ্চিম চম্পারন, সহর্ষ ও ফরবেশগঞ্জে। আর এই সবকটি জায়গার এনডিএ প্রার্থীরাই এগিয়ে রয়েছে। দেখা যাচ্ছে, ভাগলপুরে বিজেপির রোহিত পাণ্ডে এগিয়ে রয়েছেন। দ্বারভাঙায় 10টির মধ্যে 9 টি আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে। মুজফ্ফরপুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ কুমার শর্মা। পাটনায় বেশিরভাগ আসনেই বিজেপি-জেডিইউ জোট এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। বিহারের সহর্ষে বিজেপির অলোক রঞ্জন এগিয়ে রয়েছেন।

এই আসনের আরজেডি প্রার্থী হলেন লাভলি আনন্দ। অন্যদিকে সব মিলিয়ে বিহার বিধানসভার 243 টি আসনের অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। আর এই জোটের মধ্যে বিজেপি তাঁর সবথেকে বড় শরিক নীতিশ কুমারের থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি যে 144 টি আসনে লড়েছিল, তার মধ্যে 65 টি আসনেই তাঁরা এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেস 70 টি আসনের মধ্যে মাত্র 21 টি তে এগিয়ে রয়েছে। সিপিআইএমএল 14 টি, সিপিআই তিনটি এবং সিপিআইএম দুটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। 243 টি আসনের মধ্যে বিহারে এনডিএ জোট 125 টি তে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 72 টি আসনে। জেডিইউ এগিয়ে রয়েছে মাত্র 47 টি আসনে। বিজেপি এককভাবে লড়েছিল 110 টি আসনে এবং জেডিইউ 115 টি আসনে। প্রসঙ্গত, বিহারে সরকার তৈরি করতে প্রয়োজন 122 টি আসন। অন্যদিকে ভোটের ঠিক আগে এনডিএ জোটে যোগ দিয়েছিলেন ভিআইপি পার্টি। তাঁরা এগারোটার মধ্যে ছয়টি আসনে এগিয়ে রয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে। এবারের বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উল্লেখযোগ্য ঘটনা হলো চিরাগ পাসোয়ানের  দল এলজেপি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তবে তাঁদের বিরোধিতা নীতীশ কুমারের সঙ্গে, বিজেপির সঙ্গে নয়। সেক্ষেত্রে তারা বিক্ষুব্ধ বিজেপি এবং জেডিইউ-এর প্রার্থীদের ভোটে দাঁড় করিয়েছে।

এবং তাঁরাও দুটি আসনে এগিয়ে রয়েছে। আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম ও বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল। তাঁরা তিনটি আসনে এগিয়ে রয়েছে। বিএসপি এগিয়ে রয়েছে 1 টিতে এবং নির্দল এগিয়ে রয়েছে সাতটি আসনে। বিশেষজ্ঞদের মতে, এই ভাবেই যদি দিনের শেষে রেজাল্ট আসতে থাকে, তাহলে বিহারের সরকার নির্বাচন এনডিএ শিবিরের হাত ধরেই হবে। আর সেক্ষেত্রে বিজেপিই সর্বশেষ কথা বলবে। এখনো পর্যন্ত বিজেপি 19.89% ভোট পেয়েছে বিহারে। আরজেডি সেখানে পেয়েছে 22.95%। বিজেপি ও জেডিইউ যৌথভাবে পেয়েছে 35.43%। এবং আরজেডি কংগ্রেস মিলে ভোট পেয়েছে 32.13%।

ভোট গণনায় এত সময় লাগার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছেন, করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ মানতে গিয়ে ভোট গণনায় এত বিপুল সময় লাগছে। অন্যদিকে খুব স্বাভাবিকভাবেই বিহার বিধানসভা নির্বাচন ঘিরে এতদিন ধরে যে তীব্র জল্পনা চলছিল, তার অবসান হতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা থেকে 99% দাবি করা হয়েছিল বিহারে এবার বিজেপি সরকার তথা এনডিএ সরকার কোনোভাবেই আসতে পারবে না। ঠিক তার উল্টো ফলাফল দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে। স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে খুশির হাওয়া। কারণ, বিহারে বিজেপি সবথেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিচিতি পেতে চলেছে মোদী ম্যাজিকের হাত ধরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!