নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া নিয়ে সিদ্ধান্ত বদল করলেন মমতা জাতীয় রাজ্য May 29, 2019 ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি স্পষ্টভাবে এই কথা জানান যে, তাঁর মতে, ‘এই শপথগ্রহণের অনুষ্ঠান গণতন্ত্র উদযাপনের অনুষ্ঠান, এখানে কোনও রাজনৈতিক দলের তাকে মূল্যহীন করা উচিত নয়।’ বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করতে চলেছেন মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানের ৭০০০ বিশেষ আমন্ত্রিত। সেই মতো বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও আমন্ত্রণ জানানো হয়। প্রথমে তিনি অনুষ্ঠানে যেতে সম্মত হন। এবং জানান যে, ”আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মাঝে আর এক দিন রয়েছে হাতে। তবে প্রধানমন্ত্রীর শপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা যেহেতু সাংবিধানিক সৌজন্য তাই এই সিদ্ধান্ত।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে জানা যায় যে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃত ৫৪টি পরিবারকে। বিজেপির অভিযোগ যে রাজ্যে তৃণমূলের হামলাতেই শহিদ হয়েছেন এই ৫৪ টি পরিবারের সদস্যরা। আর এর পরেই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এদিন এই তথ্য সম্পূর্ণ অসত্য বলে বর্ণনা করেছেন ও দাবি করেছেন যে এদের মৃত্যু হয়েছে পারিবারিক হিংসা কিংবা অন্য কারণে। এর সাথে এরাজনৈতিক হিংসার কোনো কারণ নেই। আর এই নিয়েই তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন যে, ‘এই শপথগ্রহণের অনুষ্ঠান গণতন্ত্র উদযাপনের অনুষ্ঠান, এখানে কোনও রাজনৈতিক দলের তাকে মূল্যহীন করা উচিত নয়।’ আপনার মতামত জানান -