এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লির “লাড্ডু” চাই না- ফের মোদিকে তোপ দাগলেন মমতা

দিল্লির “লাড্ডু” চাই না- ফের মোদিকে তোপ দাগলেন মমতা


এবার দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে নকশালবাড়িতে সভা করতে এসে ফের কেন্দ্রের মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার ঠিক কি কি কাজ করেছে এবং অশান্ত পাহাড়কে যেভাবে শান্ত করেছে তার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরেই তিনি বলেন, “আমরা এবার পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী করেছি। যিনি এই পাহাড়ের উন্নয়ন ঘটাতে পারবেন। দিল্লির সরকার এখানে কিছুই করেনি। আমাদের এখানে সাংসদ ছিল না, বিধায়ক ছিল না, তাও আমরা কাজ করেছি। তাই এবারে যদি আমাদের প্রার্থীকে আপনারা সুযোগ দেন, তাহলে অনেক উন্নয়ন হবে। অমর সিং রাই পাহাড়েই থাকবেন। কারণ তিনি পাহাড়ের বাসিন্দা। কাজের মানুষ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “নরেন্দ্র মোদি এসে বলেছিলেন বাংলায় নাকি কিছুই হয়নি। আমি তাকে জিজ্ঞাসা করছি দিল্লিতে আপনি কি করেছেন! পাহাড়ের জন্য কি করেছেন? মোদীবাবু ঝুট বোলতা হ্যায়, চৌকিদার ঝুটা হ্যায়।”

অন্যদিকে দিল্লির লাড্ডু আমরা আর চাই না বলে ওই দিনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে 2014 সালের দার্জিলিং লোকসভা আসন দখল করতে না পারলেও আসন্ন 2019 সালের লোকসভা নির্বাচনে সেই শৈলশহরের আসনটিকে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল নেত্রী এবার সেই দার্জিলিংয়ের দলীয় প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভায় এসে “দিল্লির লাড্ডু চাই না” বলে পরোক্ষে বিজেপিকেই কড়া ভাষায় আক্রমণ করলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!