এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীর চাপ বাড়িয়ে বিজেপির ‘বিভীষনদের’ কাছ থেকে বড় শিরোপা ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী

মোদীর চাপ বাড়িয়ে বিজেপির ‘বিভীষনদের’ কাছ থেকে বড় শিরোপা ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী

আগামী লক্ষ্য হলো বিজেপিকে ২০১৯ এ দেশের সৰ্বোচ্চ পদ থেকে সরানো। আর সেই লক্ষেই এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তাই একদিকে যেমন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারাল ফ্রন্ট গড়তে সক্রিয় হয়েছেন অন্যদিকে বিজেপির বিক্ষুব্ধ মন্ত্রীদের সাথেও দেখা করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ তৎপরতার সাথে গত ২ দিন ধরে দিল্লিতে বিজেপি বিরোধী নেতাদের বৈঠক করলেন। তিনি বৈঠকে পাশে পেয়েছেন শত্রুঘ্ন সিনহা ও যশোবন্ত সিনহাদের মতো বিদ্রোহী নেতাদের। এদিন বৈঠকের পর শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‌যে কোনও রাজনৈতিক দলের আগে দেশ।’ যশোবন্ত সিনহার কথায়, ‘‌মমতা সংসদের পুরনো সদস্য। উনি খুব ভাল। দেশকে বাঁচাচ্ছেন। একদম ঠিক কাজটিই করছেন।’ জানা গেছে এদিন তিনি বিজেপি নেতা অরুন সৌরির সাথেও বৈঠক করেন। অরুন সৌরি বলেন, ‘বিজেপি-র নিয়ন্ত্রণ এখন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহের হাতে যাচ্ছে।‌’‌ফলে অনেকে মনে করছেন যে মোদীর চাপ বাড়িয়ে বিজেপির ‘বিভীষনদের’ কাছ থেকে বড় শিরোপা ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!