এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি মোদী-মমতা একমঞ্চে? জল্পনা তীব্র করছে কলকাতা বন্দর – জানুন বিস্তারিত

এবার কি মোদী-মমতা একমঞ্চে? জল্পনা তীব্র করছে কলকাতা বন্দর – জানুন বিস্তারিত

এবার কি কলকাতা বন্দরই মিলিয়ে দেবে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে! লোকসভা নির্বাচনে যখন রাজ্যে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন রাজনীতিতে তাঁর অত্যন্ত বিরোধী বলে পরিচিত রাজ্যের শাসক দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে সোরগোল তুলতেন তিনি।

একইভাবে বিরোধী মহাজোট গঠন করার ডাক দিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে সেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি সদ্যসমাপ্ত 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসলেও প্রশাসনিক হোক বা রাজনৈতিক, বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদির দূরত্ব লক্ষ্য করেছে রাজনৈতিক মহল।

কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান এবং কেন্দ্রের প্রশাসনিক প্রধান কি এবার অবশেষে একমঞ্চে থাকতে চলেছেন! বস্তুত, গত 17 অক্টোবর কলকাতা বন্দরের দেড়শ বছর পূর্তি হয়েছে। আর তাই সার্ধশতবর্ষ অনুষ্ঠান আরও ভালোভাবে উদযাপন করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এসে তা অনুষ্ঠিত করতে চায় বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী নভেম্বর মাসের 5 তারিখে কলকাতায় আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সেই সময় যাতে তার হাত ধরে এই কলকাতা বন্দরের দেড়শ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা যায়, তার জন্য চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আদৌ প্রধানমন্ত্রী সেই সময় সময় দিতে পারবেন কি না, সেই ব্যাপারে দিল্লি থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। তবে যদি প্রধানমন্ত্রী সেই সময় রাজ্যে উপস্থিত থেকে বন্দর কর্তৃপক্ষের অনুরোধ মত কলকাতা বন্দরের সার্ধশতবর্ষ অনুষ্ঠানে যোগ দেন তাহলে সেই অনুষ্ঠান নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত করা হবে বলে জানা গেছে।

আর প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর বন্দর কর্তৃপক্ষ যদি এই অসম্ভব কাজটি সম্ভব করতে সাধ্য হয়, তাহলে রাজ্যের মানুষ তথা গোটা বঙ্গবাসী একে অপরের বিপরীতধর্মী রাজনীতিবিদ বলে পরিচিত নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একমঞ্চে দেখে ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ ঠিক কোন পথে এগিয়ে যেতে পারে তা প্রত্যক্ষ করবেন বলে মত রাজনৈতিক মহলের।

কিন্তু প্রধানমন্ত্রী আসলেও মুখ্যমন্ত্রী কি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন! তা নিয়েও একাংশের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। পাশাপাশি প্রধানমন্ত্রী আদৌ এই বন্দর কর্তৃপক্ষের অনুষ্ঠানে সময় দিতে পারবেন কিনা, তা নিয়েও দিল্লির তরফ থেকে কোনো সবুজসংকেত না আসায় কি হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কোনো পক্ষই।

সব মিলিয়ে এখন শেষ পর্যন্ত কলকাতা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে কলকাতা বন্দরের সার্ধশতবর্ষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা যায় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!