এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী সপ্তাহে আবার উত্তরবঙ্গে মুখোমুখি হবে দ্বৈরথে মোদী-মমতা, আবার কি উত্তাল হবে রাজনীতি?

আগামী সপ্তাহে আবার উত্তরবঙ্গে মুখোমুখি হবে দ্বৈরথে মোদী-মমতা, আবার কি উত্তাল হবে রাজনীতি?


গতকাল উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, পাল্টা সভা ঘিরে চরম উত্তাপের সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার গতকালের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গের মাটিতে এই মোদি এবং মমতার সভা ঘিরে রাজ্য রাজনীতি ফের আরও একবার উত্তপ্ত হতে চলেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামী 10 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সভার দুই দিন পরেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বালুরঘাটের হাইস্কুল মাঠে সভা করতে আসবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দুই হেভিওয়েটের এই সভা ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতি যে জমজমাট হয়ে উঠেছে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

বিজেপি সূত্রের খবর, আগামী 10 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন। আর প্রধানমন্ত্রীর এই সভা ঠিক কোথায় করা যায়, তার জন্য ইতিমধ্যেই জায়গা খুঁজতে শুরু করেছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সভার জন্য বুনিয়াদপুরের নারায়নপুর মাঠের জন্য আবেদনও জানানো হয়েছে বিজেপির তরফে। এদিকে এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার বলেন, “নরেন্দ্র মোদিজী আগামী 10 এপ্রিল বুনিয়াদপুর সভা করতে আসছেন। এই সভায় লক্ষাধিক লোকের জমায়েত হবে। নারায়ণপুরে মাঠ দেখা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে জেলা সভাপতি বনাম প্রার্থীর দ্বন্দ্ব মিটিয়ে 2014 সালের মতো ফের বালুরঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করতে পারে, তার জন্য ইতিমধ্যেই ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল নেতা- নেত্রীরা বালুরঘাটে ঘাটি গেড়ে পড়ে রয়েছেন। আর এবার জেলায় গেরুয়া ঝড়কে দমিয়ে যাতে ফের ঘাসফুল ফোটানো যায়, তার জন্য দলের শীর্ষ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জেলায় নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আগামী 12 এপ্রিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হেলিকপ্টারে মারফত বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহারে সভা করবেন। আর এরপরই বিকেল সাড়ে তিনটে নাগাদ বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে বালুরঘাট হাইস্কুল মাঠে দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে দ্বিতীয় জনসভা করার কথা রয়েছে তাঁর।

এদিন মুখ্যমন্ত্রীর এই সভা প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, “রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে খবর পেয়েছি, 12 এপ্রিল দলনেত্রী বালুরঘাট লোকসভা কেন্দ্রে দুটি সভা করবেন। আমরা এজন্য প্রস্তুতি শুরু করেছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুধবার শিলিগুড়িতে মোদী বনাম মমতার সভা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এই সভার ফের এক সপ্তাহ পরে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে শাসক-বিরোধীর দুই হেভিওয়েটের সভা ঘিরে ফের আরও একবার যে উত্তাপের পারদ চড়তে চলেছে এরাজ্যে সেকথা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!