এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদি মমতা সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মুকুল রায় – জেনে নিন বিস্তারিত

মোদি মমতা সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মুকুল রায় – জেনে নিন বিস্তারিত

বরাবরই এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত বিরোধিতা করে এসেছেন এবং এখনো করে যাচ্ছেন। এনআরসি হোক বা বালাকোট, কাশ্মীর ইস্যু হোক বা চন্দ্রযান টু অভিযান – প্রতিটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিষোদগার করেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করতে চাওয়া রাজনৈতিক মহলে এক অতি গুরুত্বপূর্ণ খবর।

এবার এই প্রসঙ্গে মন্তব্য রাখলেন বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়। কিঞ্চিৎ সাবধানী হয়ে তিনি জানালেন, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন কিনা সে নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তবে এটি একান্তই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার বলে তিনি জানান।

অন্যদিকে বিরোধীদের দাবি, সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের পেছনে সিবিআই যেভাবে লেগে রয়েছে, তাতে যে কোন মুহূর্তে রাজীব কুমার গ্রেপ্তার হতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, রাজীব কুমারের বাড়িতে প্রথম দিন সিবিআই হানার পরেই মুখ্যমন্ত্রী রাজপথে বিক্ষোভে সামিল হয়েছিলেন, রাজীব কুমার এর হয়ে।তাই ঠিক এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়াটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে কি আলোচনা হবে তা এই মুহূর্তে জানা সম্ভব নয়। কিন্তু এই সাক্ষাতকার যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!