এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী মন্ত্রীসভায় ব্যাপক রদবদল, নতুন-পুরোনো মিশিয়ে মন্ত্রীসভা জমজমাট

মোদী মন্ত্রীসভায় ব্যাপক রদবদল, নতুন-পুরোনো মিশিয়ে মন্ত্রীসভা জমজমাট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে বহুপ্রতীক্ষিত মোদি মন্ত্রীসভার সম্প্রসারণ হল গতকাল। দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের জন্য মন্ত্রীসভার সম্প্রসারণ করলেন। এই মন্ত্রীসভা সম্প্রসারণে পারফরম্যান্স থেকে রাজনীতি ভায়া ভোটের অংক কোন সমীকরণই বাদ যায়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্যই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রাখা হয়েছে। একদিকে যেরকম মন্ত্রীসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী ইস্তফা দিয়েছেন, সেরকমই আবার বেশকিছু নতুন মন্ত্রী দায়িত্বে এসেছেন। দেখা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ইস্তফা দেওয়ার পর তাঁর জায়গায় এসেছেন মনসুখ মান্ডবিয়া।

পাশাপাশি আগে শিক্ষামন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তাঁর জায়গায় এলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে পেট্রোলিয়াম মন্ত্রীর জায়গায় এসেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি। তাঁর জায়গায় অসামরিক বিমান পরিবহণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মোদী মন্ত্রীসভার নতুন মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। উল্লেখ্য, এক সময় এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা প্রয়াত মাধবরাও সিন্ধিয়াও এই একই দায়িত্বে ছিলেন। অন্যদিকে বুধবার আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ইস্তফা দিয়েছিলেন। তাঁর জায়গায় নতুন আইনমন্ত্রী হলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক ছেড়ে কিরেন রিজিযু। অন্যদিকে কিরেনের জায়গায় এবার নিয়ে আসা হল প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী পদে উত্তীর্ণ হওয়া অনুরাগ ঠাকুরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, অনুরাগ ঠাকুর বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থাকার জন্যই অনুরাগ ঠাকুরকে এক্ষেত্রে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের জায়গা দেওয়া হল। একইসাথে তাঁকে অতিরিক্ত তথ্য-সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর ইস্তফা দিয়েছিলেন। তাঁর জায়গায় এবার পরিবেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলেও ভূপেন্দ্র যাদবকে। একই সাথে মোদী মন্ত্রীসভায় এবার জায়গা হয়েছে বাংলার 4 সাংসদের। তাঁদের মধ্যে রয়েছেন নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা এবং শান্তনু ঠাকুর। যদিও প্রত্যেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

নিশীথ প্রামাণিককে যেমন দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অর্থাৎ তিনি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করবেন বলে ধরে নেওয়া যায়। অন্যদিকে, সুভাষ সরকারকে দেওয়া হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর স্থান। সাংসদ জন বার্লাকে করা হয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং সর্বশেষ মতুয়াদের প্রতিনিধি শান্তনু ঠাকুরকে করা হলো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। সবমিলিয়ে মোদির মন্ত্রীসভায় এবার ভারসাম্য রক্ষার প্রবল চেষ্টা। এরা ছাড়াও অনেকেই মোদি মন্ত্রীসভায় জায়গা করে নিলেন নিজগুণে। আপাতত নতুন মন্ত্রীসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে কতটা উজ্জ্বল করতে পারে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!