এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদী মন্ত্রীসভায় জায়গা পেলেননা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ? কারণ নিয়ে চলছে জল্পনা

মোদী মন্ত্রীসভায় জায়গা পেলেননা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ? কারণ নিয়ে চলছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় এসে মন্ত্রীসভা সম্প্রসারণ করলেন। বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন। কিন্তু যার নাম নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছিল সেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু মোদী মন্ত্রীসভায় জায়গা পেলেননা। আর তাই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, মোদির মন্ত্রীসভায় জায়গা পাওয়ার ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে দিলীপ ঘোষের পারফরম্যান্স? কিন্তু তাই বা কি করে হবে? একুশের বিধানসভা নির্বাচনে খোলা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেছেন।

কার্যত 2019 এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি 3 থেকে 18 পৌঁছায়। এবং এর পেছনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব যে অন্যতম কারণ, তা এককথায় স্বীকার করেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, দুবার রাজ্য বিজেপি সভাপতি থাকার পর দিলীপ ঘোষ কার্যত আর দলীয় নিয়মানুযায়ী রাজ্য সভাপতি পদে থাকতে পারবেননা। প্রসঙ্গত মনে করা হচ্ছে, দিলীপ ঘোষ নিজেও হয়তো কিছুটা আশাহত হয়েছেন মোদি মন্ত্রীসভায় জায়গা না পাওয়ায়। কার্যত তাঁর কথাতেই কিছুটা আভাস মিলেছে। কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীসভা রদবদলের কথা তিনি সংবাদমাধ্যমের কাছ থেকে শুনেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে দলের তরফে বাংলা থেকে কারা জায়গা পাবেন তা তিনি জানেন না। একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক তৃণমূল ঝড় সত্বেও উত্তরবঙ্গে বিজেপির ভালো ফল হয়েছে। আর তারই পুরস্কারস্বরূপ কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেলেন নিশীথ প্রামাণিক। একইসাথে প্রবল তৃণমূল ঝড়ের মাঝেও বিজেপির হাত ছাড়েনি মতুয়ারা। আর তার পেছনে যে মতুয়া শীর্ষ বিজেপি নেতা শান্তনু ঠাকুর তা বুঝতে বাকি থাকে না কারোর। তাই মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে শান্তনু ঠাকুরকে করা হলো প্রতিমন্ত্রী।

কিন্তু এবার পৃথক উত্তরবঙ্গের দাবি তোলা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাও পেয়েছেন মন্ত্রিসভায় ঠাঁই। একই সাথে রাঢ়বাংলা থেকে সুভাষ সরকারকে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। শুধুমাত্র পড়ে রইলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেক্ষেত্রে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি শুধুই একজন হেভিওয়েট বিজেপি নেতা হিসেবে থেকে যাবে? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। নজর রাখছে রাজ্য ওয়াকিবহাল মহলও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!