এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর জোর চাপানউতোর শাসক-বিরোধীতে

মোদির মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর জোর চাপানউতোর শাসক-বিরোধীতে


লোকসভা ভোটের আগে বিরোধীদের হাতে এক নতুন অস্ত্র তুলে দিলেন কেন্দ্রের বিজেপি সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রী নীতীন গড়কড়ি। যা নিয়ে বর্তমানে কোনঠাসা কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, এক মারাঠা রিয়্যালিটি শোতে উপস্থিত হয়ে কেন্দ্রের সড়কমন্ত্রী নীতীন গড়করি বলেন, “2014 তে সরকারে আসব তা আশা করিনি। তাই হেরে যাবার ভয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। এখন মানুষ সেই প্রতিশ্রুতিগুলির কথা বললেই শুনি আর মুচকি হেসে ফেলি।”

পাশাপাশি কালো টাকা উদ্ধার, প্রত্যেকের ব্যাঙ্কে 15 লক্ষ টাকা করে পৌছে দেওয়ার মত প্রতিশ্রুতি পালন অসম্ভব জেনেও দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এই কাজ করা হয়েছে সেই কথাও বলেন নীতীন গড়কড়ি। আর কেন্দ্রের এই হেভিওয়েট নেতার বক্তব্যকে ঘিরেই এবার মাঠে নেমে পড়েছে কংগ্রেস। ট্যুইটে নীতীন গড়কড়িকে কার্যত ব্যাঙ্গের সুরিমে ধন্যবাদ জানিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদির সরকার যে মিথ্যাভাষন দিয়ে ক্ষমতায় এসেছে তা ফের প্রমান হয়ে গেল।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রের বিজেপি সরকার। এর আগে মোদির মন্ত্রীসভারই সদস্য সুব্রক্ষ্মণ্যম স্বামী বলেছিলেন যে কেন্দ্রের একজন মন্ত্রীরও অর্থনীতি নিয়ে জ্ঞান নেই। আর অতীতের সেই সমস্ত ঘটনাকে ছাপিয়ে ক্ষমতায় আসার আগেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার বলে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!