এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী মন্ত্রীসভায় হতে চলেছে বড়সড় রদবদল, বড় সংখ্যায় মন্ত্রী পেতে চলেছে বাংলা? জল্পনা চরমে

মোদী মন্ত্রীসভায় হতে চলেছে বড়সড় রদবদল, বড় সংখ্যায় মন্ত্রী পেতে চলেছে বাংলা? জল্পনা চরমে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে চলেছে এক বড়সড় রদবদল। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই এই রদবদলের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবারের রদবদলের উল্লেখযোগ্য বিষয় হলো, এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ফলে বাংলা থেকে একাধিক মন্ত্রীর মন্ত্রিসভায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আনন্দের খবর, এবার বাংলার ভাগে জুটতে পারে একজন পূর্ণমন্ত্রী ও দুজন রাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে মধ্যপ্রদেশে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, বিহার থেকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদিকে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। গতকাল শুক্রবার রাতেই বিহারের রাজ্যসভা উপনির্বাচনের একটি আসনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলো। অনেকে বলছেন যে, সুশীল মোদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিতেই তাকে রাজ্যসভার প্রার্থী করা হলো। এবারে, বিহারের বিধানসভায় দুজনকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। বিহারে বিজেপির ভালো ফললাভের পরেও তাঁকে উপমুখ্যমন্ত্রী না করায়, নানা প্রশ্ন উঠেছিল। সেসময়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে এমন কথা শোনা যাচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে এটাও বলছেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আগামীতে যে রদবদল হতে চলেছে, তার সম্পূর্ণটাই হল কৌশলগত। প্রসঙ্গত মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলত্যাগ করার পরে একজন সাধারণ সাংসদ হয়েই বিজেপির জন্য কাজ করেছিলেন। একজন সাধারন সাংসদ হিসেবে সম্প্রতি উপনির্বাচনে, তাঁর নেতৃত্বে প্রভূত সাফল্য লাভ করল বিজেপি, সম্মানজনক ভাবে টিকে গেছে সরকার। তাই তাঁকে বিশেষ পুরস্কার দেবার সিদ্ধান্ত নিল বিজেপি। আবার বিহারে সুশীল মোদিকে উপ মুখ্যমন্ত্রীর না করায় তা নিয়ে যে, প্রশ্ন উঠেছিল, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়ে তাও বন্ধ করা হচ্ছে। অনেকে বলছেন যে, জাতিগত সমীকরণ এর কথা চিন্তা করেই সুশীল মোদিকে এবারে আর উপমুখ্যমন্ত্রী করা হয়নি।

অন্যদিকে, বিহারের পর পশ্চিমবঙ্গের বিধানসভা দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। পশ্চিমবঙ্গকে গেরুয়া চাদরে মুড়ে দিতে সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। তাই নির্বাচনের আগে চমক হিসেবে বাংলার কোন বিজেপি সাংসদকে পূর্ণমন্ত্রী করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তাঁর সঙ্গেই প্রতিমন্ত্রী করা হতে পারে বাংলার আরও দু’জনকে। প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮ টি আসন লাভের পরেও রাজ্য থেকে মাত্র দু’জনকেই কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছিল। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির কিছু অংশ। বিজেপি সমর্থকরাও হতাশ হয়েছিলেন। এবারে হতাশা দূর করে, সমর্থকদের খুব খুশি করতে ও রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!