এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী মন্ত্রীসভায় এবার কি জায়গা পাকা বাংলার দুই বিজেপি সাংসদের? ব্যাপক জল্পনা জাতীয় রাজনীতিতে

মোদী মন্ত্রীসভায় এবার কি জায়গা পাকা বাংলার দুই বিজেপি সাংসদের? ব্যাপক জল্পনা জাতীয় রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টদীর্ঘ প্রতীক্ষার পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। ইতিমধ্যেই মন্ত্রীসভায় কারা জায়গা পাবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই তালিকায় উঠে এসেছেন অনেকেই। যার মধ্যে অন্যতম হলো হলেন বাংলার অন্যতম দুই বিজেপি সাংসদ শান্তনু মৈত্র এবং নিশীথ প্রামাণিক। কার্যত এই দুজনের নাম দীর্ঘদিন ধরেই ঘোরাফেরা করছে বিজেপি শিবিরে। এবার হয়তো তাঁরা মোদি মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন। প্রসঙ্গত, মতুয়া ভোট বিজেপির পক্ষে সবসময়ই গেছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক ঝড়ের মধ্যেও মতুয়ারা কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বিজেপির যথেষ্ট সম্মানজনক ফল দক্ষিণবঙ্গের তুলনায়। এই দুই সমীকরণকে নজরে দেখে উত্তর ও দক্ষিণে দুই সাংসদের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সমীকরণের জল্পনাকে আরও উস্কে দিতে এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। যথারীতি এই দুই সাংসদের মন্ত্রীসভায় জায়গা পাওয়া নিয়ে প্রায় নিশ্চিত হয়ে গেলেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্ভবত দুজনেই প্রতিমন্ত্রীর জায়গা নিতে চলেছেন। সেক্ষেত্রে তাঁরা অবশ্য কতটা কাজ করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ পূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীর হাতে কোন দায়িত্ব দেননা। বরাবরই এই সমস্যা রয়ে গেছে রাজনৈতিক অলিন্দে। তবে মনে করা হচ্ছে এই সম্প্রসারণ প্রশাসনিক পরিবর্তনের সাথে সাথে অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে উঠেছে রাজনৈতিকভাবেও। সামনেই এবার আসছে লোকসভা নির্বাচন। তার আগে সারাদেশের জনমত ফিরে পেতে নিজেদের সাংগঠনিক জোর বাড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট উদগ্রীব গেরুয়া শিবির। সেক্ষেত্রে গেরুয়া মানচিত্রে বাংলা একটি উল্লেখযোগ্য নাম।

বাংলায় মতুয়াদের এবং উত্তরবঙ্গবাসীদের সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে দুই সাংসদ যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন মন্ত্রীপদে বলে মনে করা হচ্ছে। আপাতত নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর মন্ত্রী হয়ে নিজেদের এলাকায় কতটা বিজেপি সংগঠন ধরে রাখতে পারবেন, সেদিকে যেমন নজর রাখা হবে ঠিক সেভাবেই আঞ্চলিকভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কতটা প্রভাব বিস্তার করতে পারেন সেটাও দেখার। আপাতত বাংলার জায়গা যে পাকা কেন্দ্রীয় মন্ত্রীসভায়, সে কথা নিশ্চিতভাবেই বলা যায় এই মুহূর্তে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!