এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদীর নামে ভোট করে উনিশে তুমুল সাফল্য! একুশে তৃণমূলকে উড়িয়ে দিতে তাই কি চেনা ছকেই বিজেপি?

মোদীর নামে ভোট করে উনিশে তুমুল সাফল্য! একুশে তৃণমূলকে উড়িয়ে দিতে তাই কি চেনা ছকেই বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 2019 সালের লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদির নাম করে ভোট চেয়ে বাংলায় ব্যাপক সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর লোকসভায় বিজেপির আঠারোটা আসন পাওয়ার পরেই বাংলায় তাদের টার্গেট আগামী বিধানসভা নির্বাচন। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে তৎপর ভারতীয় জনতা পার্টি। কিন্তু 2021 এ যদি তারা সাফল্য পায়, তাহলে সেই সাফল্য পেতে তো কোনো একটা মুখ দরকার। সে ক্ষেত্রে কে হবে বিজেপির মুখ! এখন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরমহলে।

কেননা যেখানে তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপির স্থানীয় এমন কোনো নেতা নেই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন ভাবে লড়াই করতে পারবে। তাই এখন বিজেপির তরফে বাংলার তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে 2021 এর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কাজে লাগানো হতে পারে বলে মনে করছেন একাংশ। ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ, মুকুল রায় সহ একাধিক নাম নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এত সব নাম থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে তেমন ভাবে কাউকে দাঁড় করাতে সক্ষম হয়নি গেরুয়া শিবির। তাই এই পরিস্থিতিতে আগামী 2021 এর বিধানসভা নির্বাচন যখন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন তাদের সাফল্য পেতে গেলে প্রথমে মুখ ঠিক করতে হবে বলেই মনে করছে সকলে।

তাই সেই দিকটিতে লক্ষ্য রেখেই এখন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য নরেন্দ্র মোদিকে বেছে নিতে পারে বলে মনে করা হচ্ছে। সারাদেশে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে স্থানীয় ইস্যু বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পেলেও বাংলার তৃনমূল কংগ্রেস সরকারকে সরাতে গেলে নরেন্দ্র মোদিকেই যে শিখণ্ডী করতে হবে, তা অনুধাবন করেছেন বঙ্গ বিজেপির নেতা কর্মীরা।

তাই একুশের বিধানসভায় তৃণমূলের কুপোকাত করতে এখন সেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বাংলার বিজেপি কর্মী সমর্থকরা বলে দাবি একাংশের। অনেকে বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা একটা প্রচার প্রায়শই করেন যে, তৃণমূলে একটাই মুখ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাইরে সবাই অকৃতকার্য। সেক্ষেত্রে বিজেপির তরফে যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলার নির্বাচনে রাখা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কাছে। তাই সর্বভারতীয় ক্ষেত্রে প্রাধান্য পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2021 এর সাফল্য পাওয়ার ক্ষেত্রে প্রধান করতে চলেছে বঙ্গ বিজেপি। তবে বিজেপির তরফ থেকে সরকারিভাবে এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!