এখন পড়ছেন
হোম > জাতীয় > “মোদী পা দেওয়ার সময় পাননি” মনিপুর নিয়ে কেন্দ্রের ব্যর্থতা সামনে আনলেন হেভিওয়েট!

“মোদী পা দেওয়ার সময় পাননি” মনিপুর নিয়ে কেন্দ্রের ব্যর্থতা সামনে আনলেন হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মনিপুর যখন অশান্ত, তখন তা নিয়ে বারবার কেন্দ্রকে কটাক্ষ করতে দেখা যাচ্ছিল বিরোধীদের। আর এই পরিস্থিতিতে এবার সেই মনিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে এত অরাজকতার পরেও, নরেন্দ্র মোদী সেখানে যাওয়ার সময় পাননি বলে সোচ্চার হলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এত অরাজকতা, আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ, খুন, ধর্ষণ এতকিছুর পরেও সেখানে একদিনের জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী পা রাখার সময় পাননি। এতকিছু প্রকাশ্যে আসার পর চাপে পড়ে সেখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে এটা শুধু মনিপুর সরকারের ব্যর্থতা নয়, সেখানকার অরাজকতা নয়, এটা কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!