এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদিকে ঘৃণা করে দেশের বিরুদ্ধে এমন বিবৃতি কেন, যাতে পাকিস্তান গর্ববোধ করে? প্রশ্ন বিজেপির

মোদিকে ঘৃণা করে দেশের বিরুদ্ধে এমন বিবৃতি কেন, যাতে পাকিস্তান গর্ববোধ করে? প্রশ্ন বিজেপির


কথায় আছে শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু প্রবাদপ্রবচনে থাকা এই কথাটিকে বাস্তবে রূপ দিতে গিয়ে দেশের শত্রুদেরই কার্যত বন্ধু হিসেবে স্বীকার করে নিয়ে দেশের মানুষ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে দেখা গেল কংগ্রেস পার্টিকে। আর কংগ্রেসের এহেন আচরণকে শিখন্ডী করেই এবার হাত শিবিরের বিরুদ্ধে সরব হতে তৎপর গেরুয়া শিবির।

জানা গেছে, গতকালই কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং বলেন, “বিজেপি পাক গুপ্তচর সংস্থা আইএসআইএর থেকে টাকা নিচ্ছে। মুসলিমদের থেকে অন্য সম্প্রদায় বেশি গোয়েন্দাগিরি করছে।” আর কংগ্রেস নেতার এহেন বিতর্কিত মন্তব্যের পরেই বিজেপির পক্ষ থেকে দলের মুখপত্র সম্বিত পাত্রকে ময়দানে নামানো হয়েছিল। যেখানে সম্বিত পাত্র বলেন, “আইএসআই কাদের দিয়ে গোয়েন্দাগিরি করাচ্ছে, ভেতরের খবর না থাকলে দিগ্বিজয় সিংহ তা কোথা থেকে জানলেন! নরেন্দ্র মোদিকে ঘৃণা করতে করতে ভারতের বিরুদ্ধে এমন বিবৃতি কেন দেন, যাতে পাকিস্তান গর্ববোধ করে!”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই এই গোটা ঘটনায় কিছুটা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকেও টেনে আনেন সম্বিত পাত্র। তিনি বলেন, “রাহুল গান্ধীও বিদেশে গিয়ে সঙ্ঘের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের তুলনা করেছেন।” কিন্তু সভাপতি থাকলে ঠিক যেভাবে রাহুল গান্ধীকে কাঠগড়ায় তোলা যেত, ঠিক সেভাবে এখন তাকে আক্রমণ করতে পারছে না বিজেপি, কারণ এখন কংগ্রেসের সভানেত্রী দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী।

তবুও কংগ্রেসের নেতাদের বিতর্কিত মন্তব্যকে ছেড়ে দেওয়ার পাত্র নয় গেরুয়া শিবির। আর তাইতো দিগ্বিজয় সিংয়ের এহেন মন্তব্যের পরেই গোটা ঘটনা নিয়ে সোনিয়া গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা বললেন বিজেপির সম্বিত পাত্র। তবে রাহুল গান্ধীর অতীতের অনেক বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের বক্তব্যের মিল পাওয়া যায় বলে শাসকদলের পক্ষ থেকে কটাক্ষ করা হলেও তা নিয়ে পাল্টা নিজেদের যুক্তি দিয়েছে কংগ্রেস।

তাদের দাবি, রাহুলবাবু যে উদ্ধৃতিটি পাকিস্তান ব্যবহার করছে, সেটি সভাপতি হিসেবে রাহুল গান্ধীর শেষ বক্তব্য। যেদিন তিনি এই বক্তব্য রাখেন, সেদিনই সোনিয়া গান্ধী দলের সমস্ত দায়িত্ব নেন। তবে সম্প্রতি দ্বিগ্বিজয় সিংহের এহেন মন্তব্য কংগ্রেসকে যে যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!