এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > গর্বিত ভারতবাসী! করোনা লড়াইয়ে নরেন্দ্র মোদীই বিশ্বের জনপ্রিয়তম নেতা নির্বাচিত হলেন

গর্বিত ভারতবাসী! করোনা লড়াইয়ে নরেন্দ্র মোদীই বিশ্বের জনপ্রিয়তম নেতা নির্বাচিত হলেন

কথায় আছে, আজ ভারত যা করে দেখায়, আগামীকাল গোটা বিশ্ব তা ভাবে। তবে ভারতকে নিয়ে এই আশার বাণী করোনা পরিস্থিতিতে বিশবাঁও জলে চলে গেছে। কেননা প্রতিটা দেশ এখন করোনাকে দূরীভূত করতে চিন্তায় রয়েছে। সেদিক থেকে ভারতও তার ব্যতিক্রম নয়। কিভাবে তা থেকে রক্ষা পাওয়া যাবে, তা নিয়ে শঙ্কা রয়েছে সকলের মধ্যে। তবে অন্যান্য দেশ যখন করোনা পরিস্থিতির ভয়াবহতা কিছুটা হলেও দেরিতে বুঝেছে, ঠিক তখনই ভারতবর্ষ সেদিক থেকে অনেকটাই এগিয়ে ছিল।

যেখানে প্রথম দিন থেকেই কঠোর হাতেই করোনা পরিস্থিতির মোকাবিলা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে একের পর এক লকডাউনের কথা ঘোষণা করেছেন তিনি। মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করেছেন। যার ফলে ভারতবর্ষে মত জনবহুল দেশে আক্রান্তের সংখ্যা যতটা ভয়াবহ আকার নেওয়া উচিত ছিল, ততটা নেয়নি। শুধু তাই নয়, দেশ লকডাউন করে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে নানা কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুযোগ সুবিধা পাচ্ছে দেশের মানুষ। আর গোটা বিশ্বে যখন করোনা ভাইরাস চরম আকার ধারণ করেছে, যখন প্রতিটা দেশ সেই ভাইরাসের জালে বিদ্ধ, ঠিক তখনই ভারতের মাথায় এল নয়া মুকুট‌। যেখানে একটি সমীক্ষা দেশের সমস্ত রাষ্ট্রনায়কদের নিয়ে সার্ভে করার পর জানিয়ে দিয়েছে যে, করোনা মোকাবিলায় জনপ্রিয়তম রাষ্ট্রনায়কদের একদম শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট বিশ্বের দশটি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সমীক্ষা করেছে। যেখানে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ভারতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা 76 শতাংশ থাকলেও, 21 এপ্রিল সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 83 শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আইএএনএস-সি ভোটারের করা একটি সমীক্ষায় জানানো হয়েছে, একমাস আগে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেখানে ছিল 76.8 শতাংশ, এখন সেটাই গত একুশে এপ্রিল বেড়ে দাঁড়িয়েছে 93.5 শতাংশে। আর এই সমীক্ষক সংস্থার করা সমীক্ষায় একদম প্রথমে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনায়কদের মধ্যে নরেন্দ্র মোদী থাকায় এখন রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে ভারতবর্ষে। একাংশের প্রশ্ন, ঠিক কিভাবে নরেন্দ্র মোদীর এই জনপ্রিয়তা তৈরি হল!

বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগে পর্যন্ত নরেন্দ্র মোদির অবস্থা খুব একটা ভালো ছিল না ভারতবর্ষে। কেননা সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বিক্ষোভ সহ সাধারণ মানুষের প্রতিবাদ সহ্য করতে হয়েছিল ভারত সরকারকে। তবে এমন পরিস্থিতিতে সামনে চলে আসে করোনা ভাইরাসের দাপট। যার পরেই সেই করোনা ভাইরাসকে মোকাবিলা করার নানা পন্থা প্রয়োগ করার পাশাপাশি সাধারণ দরিদ্র মানুষদের জন্য একাধিক কর্মসূচি ঘোষণা করে ভারত সরকার। গরিব মানুষদের পাশে দাঁড়ানোয় এখন দেশের বিভিন্ন প্রান্তে মোদি সরকারের উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে প্রশংসা।

শুধু তাই নয়, বিশ্বের মানচিত্রেও নরেন্দ্র মোদী আলাদা জায়গা করে নিয়েছেন বলে দাবি করছেন একাংশ। ভারতে তৈরি হাইড্রক্সি ক্লোরোকুইন আমেরিকা সহ বিভিন্ন দেশকে দিয়ে সৌজন্যের নজির গড়েছেন তিনি। আর একদিকে দেশের ভেতরে নরেন্দ্র মোদির করোনা মোকাবিলার উদ্যোগ এবং গরীব মানুষদের পাশে দাঁড়ানো এবং অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগিতা তাকে একদম শীর্ষে তুলে দিয়েছে।

আর বিশিষ্ট সমীক্ষক সংস্থার করা এই সমীক্ষায় এখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শীর্ষে থাকায় ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়েও দুবার ভাববে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কতদিন এই জনপ্রিয়তা বজায় রাখা সম্ভব হবে নরেন্দ্র মোদির পক্ষে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ লকডাউন পরিস্থিতি থেকে ওঠার পর দেশকে অর্থনৈতিক করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। ফলে সেই পরিস্থিতি মোকাবিলা করতে নরেন্দ্র মোদি কতটা দক্ষ ভূমিকা পালন করেন এবং কতটা সফল হন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!