এখন পড়ছেন
হোম > জাতীয় > দুদিন আগেও কেন্দ্রের বিরোধিতায় সরব, আজ হঠাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ, জোর জল্পনা

দুদিন আগেও কেন্দ্রের বিরোধিতায় সরব, আজ হঠাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ, জোর জল্পনা


রাজনীতিতে অংকের সমীকরণ করা বড় জটিল। কখন কে কোন দিকে পা বাড়াবেন, কখন কে কি বলে বসবেন, তা আগেভাগে আঁচ করতে পারবেন না কেউ। সম্প্রতি পরিযায়ী শ্রমিক সহ করোনা সংক্রমনের মধ্যে বিমান পরিষেবা চালু নিয়ে কেন্দ্রের সঙ্গে ব্যাপক সংঘাত বাধে মহারাষ্ট্র সরকারের। কিন্তু এবার মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরের গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা।

সূত্রের খবর, এদিন আদিত্য ঠাকরে বলেন, “এই কঠিন মহামারীর সময় কেন্দ্রের তরফে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দুর্দান্ত কাজ করা হয়েছে। এই সময় রাজ্যের কোনও মন্ত্রীরই উচিত নয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা।” প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের করোনা মোকাবিলা, পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছিল। যার ফলে মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকারের তিক্ততা সামনে এনেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার সেই সমস্ত তিক্ততাকে ভুলে যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী তথা হেভিওয়েট শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা শিবসেনার সঙ্গে এখন বিজেপির সম্পর্ক খারাপ হলেও, যেভাবে আদিত্য ঠাকরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রশংসা করলেন, তাতে আবার নতুন কোনো সমীকরণ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!