এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে লোকসভা, নির্বাচনী বৈতরণী পার হতে মোদী-শাহর ভরসা গ্রাম ও গরীব

আসছে লোকসভা, নির্বাচনী বৈতরণী পার হতে মোদী-শাহর ভরসা গ্রাম ও গরীব

আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই দেশের গ্রামাঞ্চলে বিজেপি দলের সদস্য, কর্মী, সমর্থক সংখ্যা বৃদ্ধি করতে বিশেষ তৎপর হয়ে উঠেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু হলে কী হবে , কর্ম পদ্ধতি সহ কাজের গতি সেকথার প্রমাণ দিচ্ছেনা। এতোই ধীর লয়ে সেই কার্যপদ্ধতি চলছে যা দেখে স্বভাবতই মনে হতে পারে যে লোকসভা নির্বাচনের আগে গোটা দেশের অর্ধেক সংখ্যক গ্রামেও সফর সহ দলীয় কার্য সম্পাদন করা সম্ভব হয়ে উঠবে না। দেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে নজর দিলে দেখা যাবে নির্বাচন – উপ নির্বাচন সব ক্ষেত্রেই  গ্রামের কৃষক, দলিত, আদিবাসী জনজাতির কাছে উপেক্ষিত হয়েছে গেরুয়া শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বর্তমান সময়ে যেভাবে আঞ্চলিক বিরোধী দলগুলি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা দেখাচ্ছে তাতে বিজেপি সরকার যে একপ্রকার কোনঠাসা সে বিষয়ে কোনো দ্বিমত নেই। জাতীয় রাজনীতিতে দলের অবস্থান নিয়ে চাপের মুখে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় বারের জন্যে সাংবাদিকদের সম্মুখে মুখ খুললেন। জানা গিয়েছে এই পর্যন্ত দেশের ১৬,৮৫০টি গ্রামে সরকারের সাতটি প্রকল্প পৌঁছে গিয়েছে । এবং পরিকল্পনা অনুয়ারী আগামী  ১৫ই অগাষ্টের মধ্যে আরও ৪৫,১৩৭ টি গ্রামে এই সুফল পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সব গ্রাম গুলি দেশের ১১৫টি পিছিয়ে পড়া জেলার অন্তর্গত। প্রসঙ্গত সরকারের সাতটি প্রকল্প হলো সব ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সকলকে রান্নার গ্যাস, বিদ্যুত্‍, এলইডি বাল্ব দেওয়া, ২ লক্ষ টাকার জীবন বিমা, অতিরিক্ত ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা ও শিশু-মহিলাদের টিকাকরণ প্রভৃতি। অমিত শাহ সাংবাদিক বৈঠকে এদিন দাবি করলেন ২০১৯ সালের আগে এই সাতটি প্রকল্প দেশের সব গ্রামের সব ঘরে পৌঁছে দেওয়া হবে । এখন সরকারের এই তথ্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতৃত্ব। তাদের মতে ২০১১ সালের গণনা অনুসারে, দেশে মোট গ্রাম সাড়ে ৬ লক্ষ। বিগত চার মাসে সরকার যদি মোট গ্রামের মাত্র চার শতাংশে এই প্রকল্পের  সফল প্রয়োগ করে থাকেন তাহলে তাহলে বাকি ছ’মাসে ৯০ শতাংশ কাজ কী করে সম্পন্ন হবে? এই প্রসঙ্গে কংগ্রেস দলের এক নেতা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”এটিও ভাঁওতা।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!