এখন পড়ছেন
হোম > জাতীয় > হাওয়া খারাপ বুঝেই শরিকদের মান ভাঙাতে আসরে মোদী-শাহ জুটি

হাওয়া খারাপ বুঝেই শরিকদের মান ভাঙাতে আসরে মোদী-শাহ জুটি

একের পর এক এনডিএ জোট শরিক দলের সদস্য পদ প্রত্যাহারের ঘটনায় স্বভাবতই চাপের মুখে কেন্দ্রের গেরুয়া শিবির। এখন জোটের বিক্ষুদ্ধ শরিকদের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব। এনডিএ জোট শরিক দলের এক নেতা এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “জোটের বড় দল হিসেবে বিজেপি আগে ‘দাদাগিরি’ করত। এখন বুঝতে পারছে, শরিক ছাড়া গতি নেই। তাই ‘দাদাগিরি’তে রাশ টানছে।” বিক্ষুদ্ধ জোট শরিকদের সাথে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করার জন্যে আগামী  ৭ ই জুন বিহারে এনডিএ-র বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গত লোকসভা নির্বাচনে বিহারের জেডিইউ নেতা নীতীশ কুমার এনডিএ জোট শরিক না হলেও আগামী নির্বাচনে সেই নীতীশ কুমারকেই গুরুত্বপূর্ণ জোট শরিক মনে করছে বিজেপি। এদিকে জেডিইউ সূত্রে জানা গেছে লোকসভা ভোটে তারা এনডিএ-র শরিক দল হলেও আসনের ক্ষেত্রে কোনো আপোষ করবে না তারা। অন্যদিকে রাম বিলাস পাসোয়ান বিহারের বিশেষ মর্যাদার দাবি জানিয়ে বিজেপির ওপরে চাপ সৃষ্টি করেছে। সব মিলিয়ে কার্যতই বেশ কোনঠাসা অবস্থা বিজেপি দলের। এরমধ্যেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসুস্থ জর্জ ফার্নান্ডেজের জন্মদিনে সোস্যাল মিডিয়ায় এক দীর্ঘ শুভেচ্ছা বার্তা লিখলেন। এমনকি  করুণানিধির জন্মদিনেও শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী। শরিকদের বিক্ষোভ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী বললেন, ”এক সঙ্গে চললে শরিকদের সঙ্গে ঠোকাঠুকি লেগে থাকে। রাজনীতি সব সময়ই সম্ভাবনার খেলা। কিন্তু সকলকে বুঝতে হবে, এক সঙ্গে লড়লেই জয় হবে। আমার বিশ্বাস, ২০১৯ সালেও সব শরিক আমাদের সঙ্গেই লড়বে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!