এখন পড়ছেন
হোম > জাতীয় > একে নির্বাচনে হার, তার উপরে দূরত্ত্ব বাড়ছে সঙ্ঘের সঙ্গে, প্রবল চাপে মোদী-শাহ জুটি

একে নির্বাচনে হার, তার উপরে দূরত্ত্ব বাড়ছে সঙ্ঘের সঙ্গে, প্রবল চাপে মোদী-শাহ জুটি


একের পর এক নির্বাচনে হারছে বিজেপি ছেড়ে যাচ্ছে একের পর এক শরিক, আর এবার বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া ও যে খুব একটা খুশি নন মোদী অমিত শাহর উপর তাও স্পষ্ট করে দিলেন। আর এর পরেই রাজনৈতিকমহলের ধারণা যে চাপ বাড়লো মোদী-অমিত শাহর।  এদিন এক সংবাদমাধ্যম কে তিনি স্পষ্টতই জানালেন , “ক্ষমতায় এসে মোদী সরকার, না হিন্দুত্ব নিয়ে তাদের আশ্বাস পূরণ করেছে, না কোনও উন্নয়ন করেছে।” শুধু এখানেই থেমে না থেকে রাম মন্দির নির্মাণ সহ একাধিক বিষয় নিয়ে কথা বলার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি ও লিখেছেন তিনি। মোদীকে লেখা চিঠিতে তোগাড়িয়া বলেছেন, ” ‘ভোট তো শুধু ইভিএম আর পারসেন্টেজের খেলা। কিন্তু প্রতিশ্রুতি পূরণই একজনকে ‘প্রজা লক্ষী’ নেতা করতে তুলতে পারে।’ ‘ভাই, দয়া করে ক্ষমতা আর আরও বেশি ক্ষমতার ভারে ভেসে যেও না।” এই চিঠি প্রকাশের সাথে সাথে তোগাড়িয়া আরও বললেন প্রায় ১২ বছর মোদীর সাথে তাঁর কোনো আলাপচারিতা হয়নি। আর সেই কারণেই এখন তাদের বৈঠক করাটাও জরুরী। একগুচ্ছ দাবি সম্বলিত ঐ চিঠিতে তিনি যেমন রাম মন্দির বিষয়ের উল্লেখ করেছেন , তেমনই সারা দেশ জুড়ে গো হত্যা নিষদ্ধকরণের দাবিও রয়েছে। তিন তালাক নিষিদ্ধ করার সাথে একাধিক সন্তান উৎপাদনের ক্ষেত্রেও সরকারী নিষেধাজ্ঞা সহ অসমের একাধিক জায়গায় বসবাসকারী বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে সরকারী হস্তক্ষেপের ও দাবি করেন তিনি। তোগাড়িয়া বলেন, কৃষকদের ঋণ বা কৃষি সরঞ্জামে কোনও জিএসটি বসানো উচিত্‍ হয় নি। শ্রমিকদের সমস্যার কথাও তিনি উল্লেখ করেন। চিঠির একটি অংশে তোগাড়িয়া লিখেছেন , ”এখনও খুব একটা দেরি হয়নি। এসো আমরা মুখোমুখি বসি। রাস্তার ধারের চায়ের কাপ হাতে নিয়ে কথা বলব আর দেশকে এগিয়ে নিয়ে যাব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!