এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদী-শাহকে বেনজির আক্রমণ মদনের, টালমাটাল বঙ্গ রাজনীতি! জেনে নিন!

মোদী-শাহকে বেনজির আক্রমণ মদনের, টালমাটাল বঙ্গ রাজনীতি! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন বিষয়ে তৃণমূল বনাম বিজেপির লড়াই লক্ষ্য করা যায়। কখনও কখনও সেই লড়াইয়ের মধ্যে দিয়ে একে অপরের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য করতেও দেখা যায় রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। আর এবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে “মহিষাসুর” বলে কটাক্ষ করলেন তিনি। স্বাভাবিক ভাবেই তার এই ধরনের বেনোজির আক্রমণকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন উত্তর 24 পরগনার দত্তপুকুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর সেখানেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলা বাহুল্য, সম্প্রতি একটি ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে “রাক্ষস” এবং “মহিষাসুর” বলে আক্রমণ করেন হেভিওয়েট এই তৃণমূল নেতা। এদিন এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “এবারের পুজোয় একটি মন্ডপে মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। আর তাতেও রাগ হয়েছে বিজেপির। আপনারাও মোদীর মুখের আদলে রাক্ষস, মহিষাসুর তৈরি করুন। বিজেপি এখনও শেষ হয়ে যায়নি। ওরা রক্তবীজের ঝাড়। তাই বিজেপিকে সবাই মিলে পরাস্ত করতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে আক্রমণ, প্রতি আক্রমণ থাকবে। কিন্তু সেই রাজনৈতিক আক্রমণ শালীনতা মেনেই সকলের করা উচিত। সেদিক থেকে মদন মিত্রের মতো অভিজ্ঞ রাজনীতিবিদের মুখ থেকে প্রতিপক্ষের হেভিওয়েট নেতাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য শালীনতার মাত্রাকে অতিক্রম করল বলেই দাবি করছেন একাংশ। কেননা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুধুমাত্র বিজেপির শীর্ষ নেতা নন। তারা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাই রাজনীতির উর্ধ্বেও তাদের একটি পরিচয় রয়েছে। সেদিক থেকে দেশের দুই শীর্ষ জনপ্রতিনিধির বিরুদ্ধে তৃণমূল নেতার এই ধরনের আক্রমণ নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!