এখন পড়ছেন
হোম > জাতীয় > কাশ্মীরের ঘটনায় যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কাশ্মীরের ঘটনায় যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত 14 ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের হামলায় নিহত হয়েছেন দেশের প্রায় 40 জন জওয়ান। আর এই ঘটনায় বর্তমানে শোকের আবহ সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষে। পাকিস্তানের প্রতি বদলা নেওয়ার জন্য বিভিন্ন মহলে জোর দাবি তোলা হয়েছে।

এমনকি পাকিস্তানের তরফ থেকে এই নৃশংস হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়াতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ একাধিক রাষ্ট্রনেতাদের। এদিকে ঘটনা ঘটার সাথে সাথেই মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।

আর রবিবার বিহারের বারউনিতে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসে সেই কাশ্মীরের পুলওয়ামার ঘটনায় মুখ খুলে শহীদ জাওয়ানদের কথা তুলে ধরে দেশবাসীর আবেগকে মান্যতা দেওয়ার সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়।

জানা যায়, এদিন বারাউনিতে প্রায় 13 হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি অমৃত যোজনার 22 টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং জগদীশপুর-বারানসী প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ফুলপুর-পাটনার সেকশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই রীতিমতো পাকিস্তানের পক্ষ থেকে এই নৃশংস হামলার কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি অনুভব করছি। জেনে রাখুন যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে।”

বিশেষজ্ঞদের মতে, দেশবাসীর কাছে সব থেকে বড় আবেগ দেশকে নিয়ে। আর তাই দেশের জওয়ানদের প্রতি পাকিস্তানের এই নৃশংস হামলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রায় প্রত্যেকেই কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে। সারা ভারত জুড়ে শুধু এখন একটাই রব উঠেছে যে, যেনতেন প্রকারেন পাকিস্তানকে কড়া ভাষায় এর জবাব দিতে হবে।

আর তাই দেশবাসীর সেই আবেগকে উপলব্ধি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানের প্রতি কড়া ভাষায় বিবৃতি দিয়ে এদিন ফের প্রমাণ করলেন যে তিনি পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের এই হামলার মোক্ষম জবাব দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!