এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে যোগদানের পরেই মোদী-শুভেন্দুর ঘনিষ্ঠ আলাপ! মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বাড়ছে জল্পনা!

বিজেপিতে যোগদানের পরেই মোদী-শুভেন্দুর ঘনিষ্ঠ আলাপ! মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 শেষদিকে ডিসেম্বর মাসের 19 তারিখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। যে যাই বলুন না কেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে ঘাসফুল শিবির যে যথেষ্ট চাপে, তা বলাই যায়। তবে মুখে তৃণমূল নেতৃত্ব কোনোকালেই তা স্বীকার করেনি। বরঞ্চ পাল্টা তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আসলে বিপদ থেকে বাঁচতে বিজেপিতে আশ্রয় নিয়েছেন এই নেতা।

অন্যদিকে অনেকে বলাবলি শুরু করেছেন, শুভেন্দু অধিকারীকে বিজেপি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মুখ সামনে দাঁড় করিয়ে দিল। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যেমন বাড়িয়ে দেবে, ঠিক তেমনই বিজেপির সংগঠন শক্তিশালী হবে। এদিকে একাংশ যখন শুভেন্দু অধিকারীকে আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বলে দাবি করতে শুরু করেছে, তখন তা বারবার নস্যাৎ করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়ে একের পর এক সভা সমিতিতে ছক্কা মারতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন শীর্ষ নেতা।

কথায় আছে, বর্তমানে বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে চলছে। সেক্ষেত্রে তাদের কথাই বিজেপিতে শেষ কথা। আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অমিত শাহর ঘনিষ্ঠ হলেও নরেন্দ্র মোদির সঙ্গে সেভাবে প্রকাশ্যে তাকে দেখা যায়নি। কিন্তু এবার নেতাজির জন্মজয়ন্তীর দিন বাংলায় পা রাখতেই সেই নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছে যেতে দেখা গেল সদ্য বিজেপিতে আশা শুভেন্দু অধিকারীকে। যার ফলে জল্পনা এখন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন নরেন্দ্র মোদী বাংলায় পা রাখতেই তাকে স্বাগত জানাতে প্রস্তুত হন বিজেপি নেতারা। রাহুল সিনহা, থেকে শুরু করে মুকুল রায়, অনুপম হাজরার মত বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। আর সেখানেই সাদা পাঞ্জাবি, পায়জামা এবং মোদী জ্যাকেট পড়ে দাঁড়িয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে একের পর এক বিজেপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুভেন্দু অধিকারীর কাছে আসতেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা।

এদিকে শুভেন্দু অধিকারীকে এই সাথে সাথে বাহবা দিয়ে তার পিঠ চাপড়ে হিন্দিতে প্রধানমন্ত্রী বলেন, আরে শুভেন্দু। তুমি বেশ ভালো কাজ করছ। আমার কাছে খবর আছে।” আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই একটি কথা এখন শুভেন্দু অধিকারীকে যে বঙ্গ বিজেপিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিল, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলেছেন, বিজেপিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সার্টিফিকেট শেষ কথা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তার অনেক অনুগামীদের নিয়ে বিজেপির একাংশের আপত্তি তৈরি হয়েছিল।

আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীকে রাজ্যে এসে যেভাবে সার্টিফিকেট দিয়ে দিলেন নরেন্দ্র মোদী, তাতে তিনি যে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, তা বলাই যায়। আর এখানেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি আগামীদিনে শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের মত বৈতরণী পার হতে চাইছে ভারতীয় জনতা পার্টি? প্রধানমন্ত্রীর মত হেভিওয়েট ব্যক্তি রাজ্যে এসে যেভাবে শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে দিয়ে তার প্রশংসা করে গেলেন, তাতে আশায় বুক বাঁধছে শুভেন্দুবাবুর অনুগামীরা।

অনেকেই বলেছেন, বিজেপিতে বর্তমানে শুভেন্দু অধিকারীর ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস ভেঙে খা খা করে দেওয়ার মত। তাই রাজ্যে এসে তার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে খোঁজখবর নিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। যা আগামীদিনে শুভেন্দু অধিকারীকে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে বলেই দাবি করছেন একাংশ। তবে অনেকে আবার বলছেন, এরকম চিন্তাভাবনা করা বৃথা। বিজেপিতে মুখ্যমন্ত্রী মুখ আগে ঠিক হয় না। নির্বাচনের পর দল সিদ্ধান্ত গ্রহণ করে। তাই স্বয়ং প্রধানমন্ত্রী সকলকেই মর্যাদা দিয়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন।

এর সঙ্গে কোনোরূপ জল্পনা করা উচিত নয়। তবে যে যাই বলুন না কেন, সদ্য দলে আসা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বিজেপির শীর্ষস্তরের নেতা নরেন্দ্র মোদীর যথেষ্ট আশা রয়েছে, তা এই ঘটনাতেই পরিষ্কার হয়ে গেল বলে দাবি বিশেষজ্ঞদের। যার ফলে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা যে এখন যথেষ্ট খুশি, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন প্রধানমন্ত্রী সার্টিফিকেট পাওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপিকে রাজ্যের ক্ষমতায় নিয়ে আসবার জন্য কি কি মাস্টারস্ট্রোক সামনে আনেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!