এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী-শাহের চাপ বাড়িয়ে সিনের সহায়তায় ফের হারানো এই জিনিসটি ফেরত পেতে চান বর্ষীয়ান নেতা !

মোদী-শাহের চাপ বাড়িয়ে সিনের সহায়তায় ফের হারানো এই জিনিসটি ফেরত পেতে চান বর্ষীয়ান নেতা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের ৫ ই আগস্ট কেন্দ্রীয় সরকার এক বিশেষ নির্দেশিকা অনুযায়ী সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা অবলুপ্ত করে দেয়। এই দুই ধারা প্রত্যাহারের ফলে জম্মু-কাশ্মীর রাজ্য তার বিশেষ মর্যাদা হারায়। জম্মু-কাশ্মীরের আলাদা সংবিধানও অকার্যকর হয়ে যায়। এর সঙ্গে সঙ্গেই জম্মু-কাশ্মীরকে দুভাগে ভাগ করে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে দীর্ঘসময় ধরে বিশেষ সুবিধা ভোগ করে আসা একাধিক রাজনৈতিক দলগুলি বিশেষ ভাবে সরব। সম্প্রতি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার ফলে নিয়ন্ত্রণ রেখাতে চীনের আগ্রাসন ঘটেছে বলে জানালেন।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লারর দাবি, ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার ঘটনা চীনও মেনে নিতে পারেনি। এ কারণে, লাদাখে নিয়ন্ত্রণ রেখায় আক্রমণ চালিয়েছে চীন। তাঁর দাবি, এই সমস্ত কিছু ঘটেছে ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে। তিনি আশা করছেন যে, চীনের সমর্থনেই আবার জম্মু-কাশ্মীর ফেরত পাবে হারানো ৩৭০ ধারা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ কথাই জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীর প্রতি অভিযোগ করে ফারুক আব্দুল্লা জানালেন যে, তিনি চীনের প্রেসিডেন্টকে কখনোই এদেশে আমন্ত্রণ করেন নি , তাকে আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রীই। প্রধানমন্ত্রী তাঁকে চেন্নাই নিয়ে গিয়েছিলেন। সেখানে একসঙ্গে তাঁরা খাবারও খেয়েছিলেন। তাঁর আরও অভিযোগ, জম্মু কাশ্মীরের সমস্যা নিয়ে সংসদে কথা বলার কোন সুযোগ দেয়া হয়নি তাঁকে। তিনি অভিযোগ করেছেন যে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর তাঁকে, তার পুত্র ওমর আব্দুল্লাহকে, পিডিপি প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে, ও সেইসঙ্গে বেশকিছু স্থানীয় নেতৃত্বকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের মুক্তি দেয়া হয়েছিল।

করোনা সংক্রমণ কালেই চীনের সঙ্গে ভারতের চলছে লাদাখে জমিবিবাদ। দুই দেশের সেনা পর্যায়ের ও কূটনৈতিক একাধিক বৈঠক হলেও সমস্যার তেমন একটা সমাধান হয়নি। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার এই বক্তব্য চীনের হাতে অস্র তুলে দিলে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে তিনি একাধিকবার এই ধারা পুনর্প্রবর্তনের দাবি জানিয়েছেন, তবে কেন্দ্র তাঁর কথায় তেমন পাত্তা দেয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!