এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদিকে সরাতে মমতার সঙ্গে জোট জোট বাঁধার ইচ্ছা প্রকাশ এই বামপন্থী দলের, চড়ছে পারদ

মোদিকে সরাতে মমতার সঙ্গে জোট জোট বাঁধার ইচ্ছা প্রকাশ এই বামপন্থী দলের, চড়ছে পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত একুশে জুলাই এর মঞ্চ থেকে বিজেপি বিরোধী সমস্ত শক্তিগুলিকে এক জোট হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দিল্লিতে গিয়ে বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এক শিবিরে আসার বার্তা দিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিল সিপিআইএম লিবারেশন। সিপিআইএম লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানালেন, নরেন্দ্র মোদিকে সরাতে তৃণমূলের সঙ্গে হাত ধরতে তাঁর কোনো আপত্তি নেই।

সিপিআইএম লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানালেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় ক্ষেত্রে একটা ব্যাপকতম জোটের প্রয়োজন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন শক্তিশালী নেতা। আর তৃণমূল হলো একটি শক্তিশালী দল। তিনি জানালেন, তার কাছে তৃণমূল সর্বভারতীয় দল না হলেও, পশ্চিমবঙ্গে যেটা করছে, সেটা যথেষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ত্রিপুরা বা অসমে যদি কিছু হয়, তবে সেটা হল বাড়তি। তৃণমূল একটি গুরুত্বপূর্ণ দল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সঙ্গে জোট করতে তাঁর কোনো আপত্তি নেই। তিনি জানালেন, বিজেপি হলো একমাত্র রাজনৈতিক শত্রু। আর নরেন্দ্র মোদি হলেন এই দেশের জন্য বিপর্যয়। ২০২৪ সালে এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা দরকার। তবে, গোয়া, ত্রিপুরা, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠনের বিস্তার সম্পর্কে তিনি জানালেন, গোয়াতে গিয়ে মাছ-টাছ কিনেছিলেন, তাতে কিছু হবে কিনা? তা তিনি জানেন না।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুঁকি নেওয়ার যে প্রবণতা রয়েছে, তা প্রশংসার যোগ্য। এভাবেই তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ব্যাপারে বিশেষ বার্তা দিলেন সিপিআইএম লিবারেশনের শীর্ষ নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কথায় বলে, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছুই নেই, সমস্ত কিছুই সেখানে কমা বা সেমিকোলন। তাই তৃণমূলের সঙ্গে কোন বামপন্থী দল যদি জোট বাঁধে, তাঁতে আশ্চর্য হবার কিছু নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!