এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীকে ভালোবাসার বার্তা ডেরেকের, হঠাৎ কি হলো? বাড়ছে গুঞ্জন!

মোদীকে ভালোবাসার বার্তা ডেরেকের, হঠাৎ কি হলো? বাড়ছে গুঞ্জন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি মিশনারিজ অব চ্যারিটির রেজিস্ট্রেশনের আবেদন খারিজ হয়ে যায়। আর তারপরই গোটা দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এটা কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ণ আচরণ। যাকে কেন্দ্র করে রীতিমতো শাসক-বিরোধী তরজা ভয়াবহ আকার ধারণ করে। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে সমস্ত রকম জটিলতার মেঘ কেটে গেল। অবশেষে মিশনারিজ অব চ্যারিটির বিদেশে অনুদানের ছাড়পত্র ফিরিয়ে দিল কেন্দ্রীয় সরকারের। একটি টুইট করে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালোবাসার সবক শেখালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে তিনি লেখেন, “মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির জন্য এফসিআরএ নিবন্ধন ফিরে এসেছে। প্রতিকূল শক্তি অনেককে হয়রানি করেছে এবং তারপর দুই সপ্তাহের মধ্যেই তারা অদৃশ্য হয়ে গিয়েছে। ভালবাসার শক্তি 56 ইঞ্চি শক্তির চেয়ে অনেক শক্তিশালী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই ট্যুইটের মধ্যে দিয়ে কার্যত কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে চাইলেন তৃণমূল সাংসদ। তিনি বুঝিয়ে দিলেন, কিছুদিন মুখ বন্ধ করে রাখলেও চিরদিন দমিয়ে রাখা যায় না। আর সেই কারণেই মিশনারিজ অব চ্যারিটির কথা তুলে ধরে নাম না করে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!