মোদীর বিরোধিতা করতে করতে দেশবিরোধী মমতা? বোমা ফাটালেন হেভিওয়েট বিধায়ক ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 25, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সীমান্তে যখনই কোনো অশান্তি হয়, যখনই বেআইনি কিছু উদ্ধার হয়, তখনই বিএসএফের ঘাড়ে দায় চাপায় এই রাজ্যের সরকার। এবার কৃষ্ণনগরের মাজদিয়ায় বাঙ্কার উদ্ধারের ঘটনাতেও বিএসএফের দিকেই কটাক্ষ ছুড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল। আর সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরোধীতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের বিরোধিতা করছেন বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, এদিন মাজদিয়ায় বাঙ্কার উদ্ধারের ঘটনা নিয়ে অগ্নিমিত্রাদেবীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওনার লোকাল পুলিশ কিছু জানত না, এটা হতে পারে? কোনো কিছু হলেই উনি দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা ইডি, সিবিআই, বিএসএফ এদের নিয়ে প্রশ্ন তোলেন। দেশকে যারা রক্ষা করে, তাদের নিয়ে প্রশ্ন তোলেন।এই রাজ্যের মুখ্যমন্ত্রী মোদির বিরোধিতা করতে করতে এখন দেশের বিরোধিতা করতে শুরু করেছেন।” আপনার মতামত জানান -