এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীর বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ অনুব্রতর! নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ!

মোদীর বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ অনুব্রতর! নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। ভোটের বিজ্ঞপ্তি জারি করে দেবে কমিশন‌। আর তার আগে থেকেই এখন রীতিমত জমজমাট হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রায় প্রতিনিয়ত শাসক থেকে শুরু করে বিরোধী নেতারা একে অপরকে আক্রমণ করে শোরগোল তুলে দিচ্ছেন। তবে নির্বাচনের সময় তরজা বেশি হলেও, অনেকদিন আগে থেকেই এই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

যেখানে বিভিন্ন এলাকায় সভা করে নিজের জেলার সংগঠনকে চাঙ্গা করতে দেখা গেছে তাকে। আর প্রতি সভা থেকেই বিজেপি এবং নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। আর এবার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশ বিক্রি করার বিস্ফোরক অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

সূত্রের খবর, বৃহস্পতিবার আমোদপুরে তৃণমূলের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কথা তুলে ধরেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “রামের ভারতে 91 টাকা লিটার তেলের দাম। সীতার নেপালে 51 টাকা, রাবণের শ্রীলঙ্কায় 51 টাকা তেলের দাম। পাকিস্থানে 48 টাকা, বাংলাদেশে 51 টাকা। আশেপাশের সব দেশের মধ্যে ভারতে জ্বালানি তেলের দাম বেশি। বিজেপি ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার মতলবে আছে। একমাত্র বাংলা পারবে ভারতকে পথ দেখাতে। ভারতকে বাঁচাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “বেইমান” বলে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের এই ধরনের দাবিকে কেন্দ্র করে এখন রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কথা তুলে ধরে অনুব্রত মণ্ডল বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। এক্ষেত্রে বিজেপির মুখে “জয় শ্রীরাম” স্লোগান শোনা গেলেও, সেই রামের ভারতবর্ষে কেন এত মূল্যবৃদ্ধি, তা নিয়ে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এই রকম অভিযোগ উঠতে শুরু করবে। নির্বাচনের আগে কোন সরকার বেশি জনদরদী, তা প্রমাণ করতে তৃণমূল এবং বিজেপিকে বিজেপির পক্ষ থেকে রাজ্যের ক্ষমতা দখল করতে যেমন কেন্দ্রের উন্নয়নকে দেখানো হচ্ছে, ঠিক তেমনই পাল্টা রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সভা করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশ বিক্রি করার বিস্ফোরক অভিযোগ তোলেন। একের পর এক মূল্যবৃদ্ধির কথা তুলে ধরে জনতার মনে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনুব্রত মণ্ডল মানুষের কাছে পৌঁছে গিয়ে বিজেপির বিরুদ্ধে এই রকম বিস্ফোরক অভিযোগ করলেও, ভোটবাক্সে এর কি প্রতিফলন ঘটে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!