এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ মমতার, জেনে নিন

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলা দখল করার টার্গেট নিয়ে প্রতিনিয়ত রাজ্যে আসতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে একের পর এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করছেন তিনি। সম্প্রতি হরিপালের সভা থেকে রাজ্য সরকারি কর্মীদের কিসান নিধির কৃষকদের তালিকা তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আর নির্বাচনের সময় কেন এই ধরনের কথা বললেন প্রধানমন্ত্রী, এবার তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ খানাকুলের সভা থেকে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। যাকে কেন্দ্র করে রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

সূত্রের খবর, আজ রবিবার খানাকুলে একটি সভা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই শনিবার হরিপালে প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন চলাকালীন রাজ্যের কর্মীদের কোনো নির্দেশ দিতে পারেন না প্রধানমন্ত্রী। আমি যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নির্দেশ দিই, সেটা কি ঠিক হবে! কেন এভাবে নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বারবার নির্বাচনী আচরণবিধি লংঘন করার অভিযোগ তুলেছেন। কিন্তু এবার সরাসরি সেই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মুখসমরে নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন।

নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর নির্বাচন কমিশনের আওতায় সমস্তকিছু চলে যায়। কিন্তু কমিশনের আওতায় সমস্ত কিছু চলে যাওয়ার পর থেকেই বিভিন্ন পুলিশ প্রশাসনের আধিকারিকদের বদলি সহ একাধিক অফিসারদের বদলি করা হয়েছে। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে কেন নির্বাচনের সময় এই ধরনের কথা বলা হচ্ছে, তা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লংঘন করার অভিযোগ তুললেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!