এখন পড়ছেন
হোম > রাজ্য > মোদীর ছবি দিয়ে উজ্জ্বলা গ্যাসের ফর্ম বিলি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ!

মোদীর ছবি দিয়ে উজ্জ্বলা গ্যাসের ফর্ম বিলি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ার পরেই লাগু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। আর এরপর থেকে সেভাবে কোনো রাজনৈতিক দল মানুষকে প্রতিশ্রুতি দেওয়া থেকে শুরু করে কোনোরকম সুবিধার কথা ঘোষণা করতে পারে না। এমনকি সরকারের পক্ষ থেকেও নানা পরিকল্পনা ঘোষণা করার সিদ্ধান্ত বন্ধ হয়ে যায়। আর এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মাঝেমধ্যেই বিরোধীরা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলতে শুরু করে।

এবার উজ্জ্বলা গ্যাস যোজনা ফর্মে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে গ্যাসের ফর্ম বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে দুই জায়গায় খবর পেয়ে সেই কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

কিন্তু তার পরেও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ এসেছে। আর এবার নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সেই উজ্জ্বলা গ্যাস যোজনার ফর্ম বিলির ঘটনা সামনে আসার সাথে সাথেই তৎপরতা গ্রহণ করল জেলা প্রশাসন। জানা গেছে, শুক্রবার জেলার সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটর তিনি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে এই ব্যাপারে কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, “বিজেপি নানা অন্যায় করছে। তাদের ধারণা যে কমিশন তাদের লোক। আমরা আশা করি প্রশাসন এবং নির্বাচন কমিশন এই বিষয়ে কড়া অবস্থান নেবে।” সত্যিই তো তাই! কেন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলেও এই ধরনের কাজকর্ম করছে ভারতীয় জনতা পার্টি! এটা তো নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের শামিল!

এদিন এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষন ঘোড়ুই বলেন, “আগের দফার বেশকিছু সংযোগ দেওয়া বাকি ছিল। সেগুলো ফর্ম ফিলাপ করে সংযোগ দেওয়া হচ্ছিল। প্রশাসন যেহেতু বাধা দিয়েছে, তাই আমরা সেই কাজ বন্ধ রেখেছি।” স্বাভাবিক ভাবেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জেলাজুড়ে। এখন দেখার বিষয়, এই ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!