এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদীর ডবল ইঞ্জিনের পাল্টা মমতার “বেঙ্গল ইঞ্জিন”, শোরগোল রাজ্যে!

মোদীর ডবল ইঞ্জিনের পাল্টা মমতার “বেঙ্গল ইঞ্জিন”, শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বাংলার বিধানসভা নির্বাচনে সাফল্য পাওয়া প্রধান লক্ষ্য তৃণমূল এবং বিজেপির। বিজেপির সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা দাবি করছেন, বাংলায় বিজেপি সরকার গঠন করবে। অপরদিকে বিজেপি এবার কোনোমতেই বাংলার ক্ষমতা দখল করতে পারবে না বলে দাবি করছে তৃণমূল।

তবে রাজ‌্যে এবং কেন্দ্রে দুই জায়গায় যদি একই সরকার থাকে, তাহলে দেশ এবং রাজ্যবাসী উভয়েরই লাভ হবে। সেদিক থেকে বিজেপি নেতারা রাজ্যের ক্ষমতা দখল করতে ডবল ইঞ্জিন সরকার চাই বলে দাবি করছেন। তবে এবার বিজেপির সেই দাবিকে নস্যাৎ করে বেঙ্গল ইঞ্জিন সরকার চলছে বলে দাবি করলেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ বালুরঘাটে তৃনমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করেন তৃনমূল নেত্রী। তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকার চাই না। বেঙ্গল ইঞ্জিন সরকার চাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এই মন্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন, বাংলার সরকার মানুষের উন্নতিতে সবসময় সদর্থক ভূমিকা পালন করছে। পাশাপাশি বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, তৃণমূল নেত্রী এই মন্তব্য করে সুকৌশলে বিজেপি বিরোধীতার বার্তা দিলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপির এই কথাকে যেন মানুষ কোনোভাবেই বিশ্বাস না করে। এক্ষেত্রে মানুষের মন জয় করতে ডবল ইঞ্জিনের পাল্টা বেঙ্গল ইঞ্জিনের কথা তুলে ধরলেন তৃনমূল নেত্রী। অর্থাৎ বাংলায় বিজেপি কোনোমতেই যেন আসতে না পারে, তার জন্য এই মন্তব্য করে শোরগোল তুলে দিলেন তৃনমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!