এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদীর গলায় বাংলা নিয়ে কটাক্ষ, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর!

মোদীর গলায় বাংলা নিয়ে কটাক্ষ, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এখন ক্রমশ আসর জমে উঠতে শুরু করেছে। বিজেপি তাদের হাইপ্রোফাইল নেতাদের নাম জেনে বাংলার প্রতি যে তাদের যথেষ্ট নজর রয়েছে, তা প্রমাণ করার চেষ্টা করছেন। এক্ষেত্রে রাজ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষায় বক্তব্য রেখে জনতা জনার্দনের মন জয় করার চেষ্টা করছেন। তবে বারবার বিজেপি যে বাংলা বিরোধী রাজনৈতিক দল, তা বলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

আর এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর গলায় বাংলা ভাষা শুনতে পাওয়া নিয়ে গোটা বিষয়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলতে দেখা গেল তাকে।সূত্রের খবর, আজ হুগলির সাহাগঞ্জে দলের একটি জনসভায় উপস্থিত হন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই সম্প্রতি রাজ্যের প্রধানমন্ত্রী যেভাবে বাংলা ভাষায় বক্তব্য রেখেছেন, তা নিয়ে কটাক্ষ করতে দেখা যায় তাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্রান্সপারেন্ট স্ক্রিন দেখে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। একলাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, বাংলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই ভারতীয় জনতা পার্টির। এক্ষেত্রে নির্বাচনের আগে অত্যাধুনিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলা শব্দ প্রয়োগ করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তারা। কিন্তু এসব করে লাভের লাভ যে কিছুই হবে না, তা নিজের এই ধরনের বিস্ফোরক মন্তব্যের মধ্যে দিয়ে গেরুয়া শিবিরকে আরও কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে রয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ নেতা ঘাসফুল শিবিরে যোগ দিতে শুরু করেছেন পদ্ম শিবিরে। শুধু তাই নয়, রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে অমিত শাহ গেরুয়া ঝড় তুলতে লাগাতার চেষ্টা করছেন। আর মাঝেমধ্যেই রাজ্যে এসে সেই ঝড়কে আরও তীব্রভাবে তোলার কৌশল প্রয়োগ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাভাবিক ভাবেই সম্প্রতি রাজ্যে এসে প্রধানমন্ত্রী বাংলা ভাষায় বক্তব্য রেখে মানুষের মন অনেকটাই জয় করে নিয়েছেন। সেদিক থেকে তৃণমূলের পক্ষ থেকে এতদিন বিজেপির বিরুদ্ধে যে বাংলা বিদ্বেষী মনোভাব এবং অভিযোগ তোলা হয়েছিল, তা যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন হয়ে গিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে কিভাবে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য রাখেন, তার তথ্য ফাঁস করে রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বিজেপির পালের হাওয়া কেড়ে নিতে চাইলেন বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!