এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মোদির মত মিথ্যেবাদী কাউকে দেখিনি”, প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

“মোদির মত মিথ্যেবাদী কাউকে দেখিনি”, প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাঁকুড়ায় একাধারে তিনটি জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের জনসভায় যোগদান করেছেন তিনি। এরপর ওন্দা, বাঁকুড়াতে রয়েছে তাঁর জনসভা। বিষ্ণুপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি জানালেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মিথ্যেবাদী কাউকে দেখেননি তিনি। প্রসঙ্গত, আজ কাঁথির জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে একাধিক কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এবার বিষ্ণুপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানালেন, আগে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতেন। কিন্তু নরেন্দ্র মোদির মতো এত বড় মিথ্যাবাদী তিনি কখনও দেখেননি। তিনি প্রশ্ন করেছেন, কারা বহিরাগত গুন্ডা? বিজেপির অত্যাচারের কারনে উত্তর প্রদেশের পুলিশ চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন। কৃষকেরা রাস্তায় পড়ে আছে। যাতে তারা হাঁটতে না পারে, তার জন্য রাস্তায় পেরেক ঠুকে দেয়া হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি সিন্ডিকেট রয়েছে। একটা অমিত শাহ, একটা প্রধানমন্ত্রী স্বয়ং, অপরটি আদানি। এরা সমস্ত কিছু লুট করে নিয়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাবেন, অমিত শাহ খাবেন, আদানি খাবে, আর বাংলার মানুষ কেঁদে বেড়াবেন। এরপর জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলেন, তাঁরা কিসে রান্না করেন? কেরোসিন তেলে না গ্যাসে। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। আগে গ্যাস ২০০ টাকায় পাওয়া যেত, এখন তার দাম হয়েছে ৯০০ টাকা। ভোট পাওয়ার জন্য হয়তো ১০০ টাকা কম করবে। তারপর আবার দাম বাড়িয়ে দেবে।

তিনি প্রশ্ন করেছেন, মানুষ চাল ফোটাবেন, না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন মানুষ? এখন দুটো গ্যাসের দাম হয়েছে ১৮০০ টাকা। কেউ যদি ৫০০০ টাকা মাইনে পান, তবে সেই টাকা থেকে ১৮০০ চলে যাবে গ্যাসের জন্যেই। তিনি জানান, আগে বিনামূল্যে গ্যাস দিক, তারপর বিজেপি মানুষের কাছে ভোট চাক।

এরপর বিষ্ণুপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, সেল্ফ স্বনির্ভর প্রকল্পের মেয়েরা হলেন তাঁর গর্ব। বিষ্ণুপুর আগামী দিনে অনেক নাম করবে। স্বনির্ভর প্রকল্পের মহিলাদের কম সুদে ঋণ দিয়ে থাকে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানালেন, বালুচরি শাড়ি আগে কাগজের মত ছিল, তিনি আরো নরম করে দেওয়ার ব্যবস্থা করেছেন। বিশ্বের বাজারে আরও কদর বেড়েছে বালুচরির। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, বিষ্ণুপুরের সমস্ত প্রাচীন পুঁথিকে ডিজিটাইজ করা হবে। তিনি জানালেন সংস্কৃতি হলো আসল সোনার খনি। ডিজিটাইজ করা হলে এই সোনার খনি পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!