এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগীর ওপর কি ভরসা কমছে মোদীর? দিনভর উত্তরপ্রদেশে ঠাসা কর্মসূচি ঘিরে জল্পনা!

যোগীর ওপর কি ভরসা কমছে মোদীর? দিনভর উত্তরপ্রদেশে ঠাসা কর্মসূচি ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের সব থেকে বৃহৎ রাজ্য হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির অন্দরমহলে অত্যন্ত জনপ্রিয় মুখ বলেই পরিচিত ছিলেন। এমনকি হিন্দুত্বের পোস্টার বয় বলেও তাকে আখ্যা দিত একাংশ‌। কিন্তু 2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। একাধিক বিষয়কে সামনে রেখে বিজেপি শাসিত এই প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হতে শুরু করেছে বিরোধীরা‌। যাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিক থেকে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করতে আবার নতুন করে ব্লু প্রিন্ট সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। কিছুদিন আগেই উত্তরপ্রদেশে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি।

আর তারপর থেকেই যোগী আদিত্যনাথের উপর ভরসা কমতে শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বলে দাবি করতে শুরু করেছিলেন একাংশ। কিন্তু সামনের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যে তাদের প্রধান মুখ থাকবেন সেই যোগী আদিত্যনাথ, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তা সত্ত্বেও যোগী আদিত্যনাথের উপর নির্ভর করে যে উত্তরপ্রদেশে জয়লাভ করা সম্ভব নয়, তা কি বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আর সেই কারণেই কি এখন থেকে উত্তরপ্রদেশকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়লেন তিনি? ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দিনভর উত্তরপ্রদেশে ঠাসা কর্মসূচিকে কেন্দ্র করে এই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দিনভর উত্তরপ্রদেশে একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। আর প্রধানমন্ত্রীর 2022 এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এইভাবে সেই রাজ্যে বাড়তি নজর দেওয়ার উদ্যোগেই কার্যত পরিষ্কার, সেই রাজ্য দখল করতে এবার সরাসরি নিজেই ময়দানে নেমে পড়তে চাইছেন তিনি। কেননা এই উত্তরপ্রদেশে যাকে প্রধান মুখ করে নির্বাচনে লড়াই করবে ভারতীয় জনতা পার্টি, সেই যোগী আদিত্যনাথের ভাবমূর্তি নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাই সরাসরি নিজে ময়দানে নেমে মানুষের মন জয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন থেকেই উত্তরপ্রদেশ দখল করার লক্ষ্যে তার কাজ শুরু করে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপি যে কোনো নির্বাচনেই নরেন্দ্র মোদীকে মুখ করে লড়াইয়ে নামে। তবে উত্তরপ্রদেশের ক্ষেত্রে যোগী আদিত্যনাথ ছিলেন তাদের অন্যতম বড় হাতিয়ার। তবে যোগী আদিত্যনাথের ম্যাজিক যে আর কাজে দেবে না, তা গত পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি খারাপ ফলাফল থেকেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী 2024 সালে লোকসভা নির্বাচন রয়েছে। বিজেপিকে যদি আবার কেন্দ্রের ক্ষমতা দখল করতে হয়, তাহলে উত্তরপ্রদেশের মত রাজ্যে ভালো ফল করতেই হবে।

তাই তার আগে 2022 সালে সেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল করতে যোগী আদিত্যনাথ নয়, বরঞ্চ সরাসরি নিজেই ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আজ উত্তরপ্রদেশের মানুষের সামনে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিলেন তিনি। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ দখলে নরেন্দ্র মোদীর এইভাবে ঝাঁপিয়ে পড়া বিজেপিকে কতটা বাড়তি অক্সিজেন পাইয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!