এখন পড়ছেন
হোম > Uncategorized > মোদীর রিটার্ন গিফট, কেন্দ্রীয় এজেন্সিকে এই কাজে লাগানোর আহ্বান মমতার!

মোদীর রিটার্ন গিফট, কেন্দ্রীয় এজেন্সিকে এই কাজে লাগানোর আহ্বান মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেই পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। আর এই পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধিতে যখন সাধারন মানুষের নাভিশ্বাস অবস্থা, ঠিক তখনই সেই মূল্যবৃদ্ধি কমাতে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে বৈঠকের মধ্যে দিয়ে গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি সিবিআই, ইডিকে রাজনৈতিক নেতাদের পেছনে না লাগিয়ে এই বিষয়ে নজরদারি করার কাজে লাগানো উচিত বলে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, আজ নবান্নে মূল্যবৃদ্ধি ইস্যুতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, “পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের পর রিটার্ন গিফট দেওয়া হয়েছে। কিন্তু এই গিফট না দিয়ে সিবিআই, ইডিকে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের হেনস্থা করতে কাজে লাগানো হচ্ছে। তবে সেই কাজ না করে তাদের বাজারে বাজারে মূল্যবৃদ্ধি কেন হচ্ছে, সেই দিকে নজরদারির জন্য কাজে লাগানো উচিত।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এই কথা বলে কেন্দ্রীয় এজেন্সিকে যে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না, তা পরিষ্কার করে দিলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!