এখন পড়ছেন
হোম > জাতীয় > গো বলয়ে গেরুয়া রং ফিকে হতেই লোকসভার জন্য ঘর গোছাতে বিশেষ পদক্ষেপ মোদি-শাহের – জানুন বিস্তারিত

গো বলয়ে গেরুয়া রং ফিকে হতেই লোকসভার জন্য ঘর গোছাতে বিশেষ পদক্ষেপ মোদি-শাহের – জানুন বিস্তারিত

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন গেরুয়া শিবির। কিন্তু সময় যত এগিয়েছে ততই সেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিতে ভেঙে পড়েছে বিজেপির স্তম্ভ। আর দলের এই ভরাডুবিতে এখন আসন্ন লোকসভা নির্বাচনে আদৌ নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে কি না তা নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

তাছাড়া, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়কে নিয়ে ভাবতে থাকলে আসন্ন লোকসভা নির্বাচনের কোনো প্রস্তুতিই যে তাঁরা গ্রহণ করতে পারবেন না – তা উপলব্ধি করে এবার সেই ২০১৯ এর আগে দলকে চাঙ্গা করতে তৎপর হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তর ৬ এ, দীনদয়াল উপাধ্যায় মার্গে সমস্ত রাজ্যের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে যে ৫ রাজ্যের ফলাফলে শোচনীয় পরাজয় হয়েছে গেরুয়া শিবিরের, সেখানে গো বলয়ের মত রাজ্যগুলিতেও ধ্বস নেমেছে বিজেপির। আর যা নিয়ে দলের অন্দরের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখে এবং মনে গভীর হিন্দুত্ব প্রকাশ করলেও কেন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ের মত রাজ্যগুলিতে ছাপ ফেলতে পারলেন না তাঁরা?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিজেপি সাংসদ এই রামনাম ও হিন্দুদের জন্য পরোক্ষে বিজেপির শীর্ষ নেতৃত্বর উদ্দেশ্যেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। আর তাই সমস্ত কিছু ভুলে দেশের সমস্ত রাজ্যের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি বৈঠকে বসতে চলেছেন বিজেপি।

জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আয়োজিত এই বৈঠকের চিঠি এসে পৌঁছে গেছে রাজ্য বিজেপির সদর দপ্তরেও।

বিশেষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবারই রাজ্য বিজেপির সহসাধারণ সম্পাদক কিশোর বর্মনকে সাথে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে রথযাত্রা নিয়ে প্রবল রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। আর তাই এবারে দিল্লির বৈঠকে সেই রথযাত্রা সম্পর্কিত সমস্ত কথা শীর্ষ নেতৃত্বকে জানাতে পারেন রাজ্য বিজেপির সভাপতি। সব মিলিয়ে বৃহস্পতিবারের বৈঠকে ঠিক কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!