এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে আরও মহার্ঘ হতে চলেছে হেশেল

মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে আরও মহার্ঘ হতে চলেছে হেশেল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের একটি বড় প্রভাব পড়তে চলেছে এবার রান্নাঘরে। গত কিছুদিন ধরেই ভোজ্যতেলের দাম ক্রমশ বাড়তে শুরু করেছে, যা আগামী দিনে তা আরো ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোকাল ট্রেন ও স্বল্প দূরত্বের কিছু ট্রেন বাতিল হওয়ার কারণে বাজারে শাকসবজি, মাছ, মাংসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সবকিছু নিয়েই সিঁদুরে মেঘ মধ্যবিত্তদের।

করোনা সংক্রমণ বৃদ্ধির পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি শুরু হয়েছে, তাতে মাথায় হাত পড়েছে বহু মানুষের। এবার থেকে ভোজ্যতেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে ভোজ্য তেলের উৎপাদন অত্যন্ত কম থাকায় প্রয়োজনীয় ভোজ্যতেল বাইরে থেকে আনতে হয়। পশ্চিমবঙ্গের ভোজ্যতেলের বেশিরভাগ রাজস্থান থেকে। লরিতে করে তেল আনা হয় পোস্তায়। পোস্তা থেকে এসে তেল এসে পৌঁছায় রাজ্যের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজস্থান থেকে পোস্তাতে এক লরি ভোজ্য তেল আনতে খরচ ৮০ হাজার টাকা। এবার থেকে এই খরচের পরিমাণ বেড়ে ৮৭ হাজার টাকা হবে বলে জানা যাচ্ছে। লকডাউন, জ্বালানির মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে তেল আনার খরচ বেড়ে যাবে। বাজারে সরষের তেল, রিফাইন তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে, এবার আরও বেশি তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তেলেরও অভাবও শুরু হতে পারে বাজারে। যা অল্প কিছুদিন আগেই দেখা গিয়েছিলো।

লোকাল ট্রেন ও স্বল্প দূরত্বের ট্রেন বন্ধ থাকার কারণে বাজারে শাকসবজি, মাছ, মাংসের দাম বাড়ার যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে। অধিকাংশ বিক্রেতাই জানাচ্ছেন, লোকাল ট্রেনে করে শাক সবজি, মাছ, মাংস আনতে যা খরচ হয়, গাড়িতে করে আনতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়। একারণেই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকালই রাজ্যের বেশকিছু বাজারে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছিল। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনই দাম হয়তো বাড়বে না। কারণ ব্যবসায়ীদের কাছে কিছুটা পরিমাণ শাকসবজি আগে থেকেই মজুত থাকে। তবে সুযোগ বুঝে অনেকেই দাম বাড়াচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!