এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মহা আইনি জটিলতায় মহাগুরু, উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে পড়তে পারেন পুলিশের জালে

মহা আইনি জটিলতায় মহাগুরু, উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে পড়তে পারেন পুলিশের জালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার দিনে গেরুয়া শিবিরে যোগদান করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনে না দাঁড়ালেও বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন তিনি। একাধিক জায়গায় তাঁর অভিনীত বহু সিনেমার বিখ্যাত উক্তি ও সংলাপ বলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের করা হলো মামলা। ফলে যথেষ্ট বিপাকে পড়তে চলেছেন মহাগুরু।

নির্বাচনের প্রচারে গিয়ে বারবার নিজের অভিনীত বেশ কিছু ছবির সংলাপ বলতে দেখা গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ”আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।” অথবা “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে” ইত্যাদি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূলের সিটিজেন ফোরামের পক্ষ থেকে মানিকতলা থানায় লিখিত অভিযোগ করা হয় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, নির্বাচনের প্রচার সময় যেসব কথা তিনি বলেছেন, তার দ্বারা উস্কানি ছড়িয়ে দেয়া হয়েছিল। যেখানে যেখানে বিজেপি জয়লাভ করেছে। সেখানে তাঁর উস্কানির ফলে তৃণমূল সমর্থকদের ওপর মারধোর, হেনস্থা করা হয়েছে। তাঁর বক্তব্যের ফলে রাজ্যজুড়ে সন্ত্রাস তৈরি হয়েছে। যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে, অভিযোগ ওঠে মানিকতলা থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এরপর গতকাল শিয়ালদহ আদালতে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় পাল নামে জনৈক ব্যক্তি।

শিয়ালদহ আদালতের পক্ষ থেকে মানিকতলা থানার কাছে রিপোর্ট তলব করা হয়। এর সঙ্গে সঙ্গেই মহাগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে আইনজীবী অয়ন চক্রবর্তী জানালেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪, ৫০৩, ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। আবার, যেকোনো সময় অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিতে পারে পুলিশ। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ লা জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সবকিছু নিয়েই বড়োসড়ো আইনি জটিলতায় পড়তে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!