এখন পড়ছেন
হোম > অন্যান্য > মহালয়ায় বড়সড় চমক নিয়ে আসছেন মিমি-মধুমিতা! নেতৃত্বে কমলেশ্বর – জেনে নিন বিস্তারিতভাবে

মহালয়ায় বড়সড় চমক নিয়ে আসছেন মিমি-মধুমিতা! নেতৃত্বে কমলেশ্বর – জেনে নিন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালির কাছে মহালয়া মানেই ভোরবেলা ওঠা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা, সাথে নীল আকাশ আর কাশফুল। চারিদিকে পুজো পুজো গন্ধ। মা এসে গেলো যে। আগেকার দিনে ভোর হতে না হতে স্নান সেরে রেডিও নিয়ে বসে যেত সবাই। এখন আগেকার মত আর নেই। এখন মহালয়া মানে টিভির পর্দায় সব সুন্দর অভিনেত্রীদের দেখতে পাওয়া। তাদের দেখেই মা দুর্গাকে কল্পনা করে এখনকার মানুষ।

করোনা পরিস্থিতিতে এবার সবকিছুই কেমন বদলে গেছে। পুজো যে আসছে সেই ভালোলাগা টাই নেই। তার কারণ হিসেবে এক তো অর্থনৈতিক পরিস্থিতি আর একটা হল করোনা ভয়। তবে সবসময় ভয় পেলে কি আর চলে। অন্য বছর মহালয়ার শুটিং অনেক আগেই হয়ে যায়। এবারে করোনা বলেকি সেটা হবে না নাকি। আলবাত হবে। আর হচ্ছেও তাই। করোনা সতর্কতা মেনেই শুরু হয়ে গেছে এবারের মহালয়ার শুটিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেলের মহিষাসুর মর্দিনীর শুটিং। কে কে রয়েছে? দুর্গার ভূমিকায় মিমি চক্রবর্তীকে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। তবে এবারের ভাবনাটা একটু অন্য রকম করেই ভেবেছেন তিনি। কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই একটু চমক তো থাকবেই। তাই এবারে মহিষাসুরমর্দিনীর কাহিনির সঙ্গে থাকবে অকালবোধনের মিশেল। ফলে দুর্গার সঙ্গে দেখা যাবে রাম-সীতাকেও। সীতার ভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে।

মধুমিতা এতদিন ওয়েব সিরিজ আর ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই ছোট পর্দায় ফিরতে পেরে তিনি বেশ খুশি। সঙ্গে রামকেও নিয়ে এসেছেন। কে রয়েছেন সেই ভূমিকায়?? রামের ভূমিকা পালন করছেন জিতু কামাল। এতদিন জিতু কামালকে শিবের চরিত্রে একাধিকবার দেখা গেলেও , এবার তিনিই কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন মহালয়ার জন্য একেবারে রাম অবতার ধারণ করেছেন। সঙ্গে রাবণ হিসেবে আছেন রাজেশ শর্মা। তাহলে আর বেশি দেরি নেই। আর কিছুদিন পরই নতুন রূপের এই মহালয়া দেখতে তৈরি থাকুন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!