এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরে স্ট্র্যাটেজি আরো ঝকঝকে করতে আবারও কলকাতার পথে মোহন ভাগবত

গেরুয়া শিবিরে স্ট্র্যাটেজি আরো ঝকঝকে করতে আবারও কলকাতার পথে মোহন ভাগবত


2019 এর লোকসভা ভোটের পর তৃণমূলকে রীতিমতো কোণঠাসা করে দিয়ে বাংলার রাজনৈতিক মঞ্চে বিজেপির উত্থান চোখে পড়ার মতো। 2 থেকে 18 – যাত্রাপথ খুব মসৃণ নয়। কিন্তু তা সত্ত্বেও বিজেপি করে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের তাঁদের মাটি শক্ত করে আঁকড়ে রেখেছে। এবার তাদের পরবর্তী লক্ষ্য 2021 এর বিধানসভা দখল। রাজ্য থেকে তৃণমূলকে সমূলে উৎপাটন করে বিজেপির শাসন।

লক্ষ্য পূরণ করতে বিজেপি রাজনীতির ময়দানে নেমে পড়েছে ইতিমধ্যেই। একের পর এক পরিকল্পনা রূপায়ন করে চলেছে তাঁরা। লক্ষ্যের প্রথমাংশে ছিল বিজেপির সদস্য সংখ্যা বাড়ানো এবং তাতে বিজেপি এতটাই সফল হয়েছে যে সমীক্ষায় উঠে এসেছে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। যেখানে বিজেপি শিবিরে দলে দলে লোক যোগদান করেছে এবং এখনো করে চলেছে।

অন্যদিকে, বিজেপির রাজনৈতিক যাত্রায় সঙ্ঘ-পরিবার এক অবিচ্ছেদ্য অংশ। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির ‘মিশন-২০২১’ এর পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে সঙ্ঘের বলেই মনে করা হচ্ছে। আর তাই, এখন থেকেই সঙ্ঘের বাংলায় নড়াচড়া বেশ লক্ষ্যণীয়। এমনকি, সঙ্ঘের হয়ে বাংলার জন্য বিশেষ করে সময় দিচ্ছেন মোহন ভাগবত। এবার আবার গেরুয়া শিবিরের নতুন পরিকল্পনা রূপায়ণ কলকাতায় পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির নির্বাচন পরিকল্পনা ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছে যান কলকাতায় আরএসএস প্রধান সদর কার্যালয় কেশব ভবন। পরপর তিন মাসে তিনবার মোহন ভাগবত কলকাতায় পা রাখলেন। পরিকল্পনামাফিক বিজেপি সঠিক লক্ষ্যে এগিয়ে চলেছে কিনা সে বিষয়ে নজর রাখতেই তার কলকাতার পদার্পণ বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মোহন ভাগবত 19 ও 20 শে সেপ্টেম্বর কলকাতায় দুদিন থাকবেন এবং তারপর 21 ও 22 শে সেপ্টেম্বর উলুবেড়িয়ায় চলে যাবেন। কলকাতায় থাকাকালীন তিনি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সাথে একটি বৈঠক করবেন। উলুবেড়িয়াতে শেষ দুদিন সংঘের একটি প্রশিক্ষণ শিবির চলবে মোহন ভাগবতের তত্ত্বাবধানে। এবং সেখানে তিনি সমন্বয় বৈঠক করবেন। দুদিনের এই সমন্বয় বৈঠকে বিজেপির দশজন নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুদিন ধরে বৈঠক চলার ফলে উপস্থিত বিজেপি নেতাদের সেখানে দুদিন থাকতে হবে টানা। রাজনৈতিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মোহন ভাগবতের কলকাতায় পদার্পণ শুধুমাত্র রাজনৈতিক পরিকল্পনা দেখার লক্ষ্যে নয়। বিজেপির অন্দরে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব চাড়া দিয়ে উঠেছে প্রবলভাবে। শুরু হয়েছে নানান দলীয় মত পার্থক্য। যা নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সাথে মোহন ভাগবত আগেও বৈঠক করে গেছেন এবং আবারও বৈঠক করতে চলেছেন।

2019 এর লোকসভায় বিজেপির উল্লেখযোগ্য ফলের পরে কেন্দ্রীয় নেতৃত্বের চোখে পশ্চিমবঙ্গ এখন পাখির চোখ। অনেক বেশি গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ। তাই সেই গুরুত্ব বজায় রাখতেই সংঘ প্রধান মোহন ভাগবত পরপর তিনবার কলকাতায় আসলেন তাৎপর্যপূর্ণভাবে। মোহন ভাগবতের আসার ফলে বিজেপি শিবিড়ে যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, তা বলাই বাহুল্য। এবারের কলকাতা সফরে এসে মোহন ভাগবত বিজেপির আগামী পরিকল্পনায় কি পদক্ষেপ নিতে চলেছেন সে দিকে তাকিয়ে এখন তামাম রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!