এখন পড়ছেন
হোম > জাতীয় > মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, জল্পনা বাড়ছে!

মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, জল্পনা বাড়ছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ ছিলেন তিনি। কিন্তু সেই বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। এমনকি সেই জল্পনাতে ঘি দিয়ে তার সাথে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাক্ষাৎ রীতিমত নানা মহলে গুঞ্জন তৈরি করে। আর এই পরিস্থিতিতে যখন মিঠুন চক্রবর্তীর ভবিষ্যৎ ক্রমশ জল্পনা প্রবন হয়ে উঠছে, ঠিক তখনই এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

সূত্রের খবর, বুধবার ইকোপার্কে প্রাতঃভবন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। দিলীপবাবু বলেন, “আরএসএস অরাজনৈতিক সংগঠন। আরএসএস প্রধান বহু মানুষের কাছে যান। বাংলার বহু বিশিষ্ট মানুষদের সঙ্গে তিনি এর আগেও দেখা করেছেন। এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ তৃনমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেও, পুরোটাই যে স্বাভাবিক বিষয়, তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। পাশাপাশি গোটা বিষয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।অনেকে বলছেন, বর্তমানে বিজেপি তৃনমূলের হেভিওয়েট নেতাদের নিজেদের দিকে আনতে শুরু করেছে। আর বিজেপি এবং আরএসএস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ বলে অনেকেই দাবি করেন।

আর তৃনমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তীর সাথে আরএসএস প্রধানের সাক্ষাৎ হলে সেই জল্পনা বাড়তে শুরু করে। কিন্তু এবার গোটা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিক বলেই আখ্যায়িত করার চেষ্টা করলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিজেপির রাজ্য সভাপতি যে কথাই বলুন না কেন, ভবিষ্যতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় প্রকারের চমক দিতে পারে বিজেপি বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!