এখন পড়ছেন
হোম > রাজ্য > মহেশতলার মতো মডেলে যদি নির্বাচন হয়, তাহলে মানুষ তৃণমূলকে উপড়ে ফেলে দেবে, দাবী লকেটের

মহেশতলার মতো মডেলে যদি নির্বাচন হয়, তাহলে মানুষ তৃণমূলকে উপড়ে ফেলে দেবে, দাবী লকেটের

এবারের পঞ্চায়েত নির্বাচন পর্বে যেভাবে সন্ত্রাসের রাজনীতি চলেছে তা বেনজির ভাবে কেড়ে নিয়েছে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণ। বারবার অভি্যোগের আঙুল উঠেছে শাসকদলের দিকে। হিংসার সেই দগদগে আঁচড় এখনো তাজা রয়েছে বিরোধীদের স্মৃতিতে। রাজ্যের বিজেপি শিবির তো বারবার প্রকাশ্যে এ নিয়ে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের দিকে। সম্প্রতি সম্পন্ন হল মহেলতলা উপনির্বাচন। ভোট বুথগুলো এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ায় সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পদ্ধতিতেই হয়েছে নির্বাচন। তেমন কোনো অশান্তির খবর সামনে আসেনি। এমনটাই দাবী রাজ্যের গেরুয়া পার্টির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এটা নিয়ে এদিন মন্তব্যে সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান যে মহেশতলার মতো মডেলে যদি নির্বাচন হয় তাহলে মানুষ তৃণমূলকে সরাতে মানুষের সময় লাগবে না। এইভাবেই যদি পঞ্চায়েতেও ভোট নেওয়া হতো তাহলে রাজ্যকে এতো রক্তের হোলি খেলা দেখতে হতো না। মহেশতলা উপনির্বাচনে বিজেপি ফল ভালো করবে,এমনটাও জানান তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন যে ২০১৯ এর লোকসভা নির্বাচনকে লক্ষ করেই এগোচ্ছেন তাঁরা। হাতে এখনো অনেকটা সময়। আগামী দিনে বিজেপির ঝুলিতে আরো আসন আসবে বলেই আশ্বাস দেন তিনি। এছাড়াও জানা গেছে, এদিন দলের রাজ্য দপ্তরে মহিলা মোর্চার বিশেষ প্রশিক্ষণ ছিল। তাঁরা সাংগঠনিক কাজে নিজেদের কীভাবে নি্যুক্ত করবেন তা নিয়ে নিজস্ব পরামর্শও দেন এই বিজেপি নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!