এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে জয়ী বিজেপির মহিলা প্রার্থীকে অপহরনের চেষ্টা, অভিযোগের তীর তৃনমূলের দিকে

পঞ্চায়েতে জয়ী বিজেপির মহিলা প্রার্থীকে অপহরনের চেষ্টা, অভিযোগের তীর তৃনমূলের দিকে

সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছিল বিজেপি। এবার বিজেপির সেই অভিযোগকে সত্যি করে বরাবাজারের বান্দোয়ান বানজোড়া পঞ্চায়েতের বিজেপি থেকে জয়ী এক মহিলা সদস্যকে অপহরন করার অভিযোগ উঠল সেই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গেছে, 12 টি আসনবিশিষ্ট এই পঞ্চায়েতে এবার তৃনমূল পাঁচটি, বিজেপি চারটি, সিপিএম দুটি ও নির্দল একটি আসন পেয়েছে। আর এরফলে যদি বিরোধীরা জোট গড়ে এই পঞ্চায়েত দখল করে তাতেই ভয় পেয়ে বিজেপির এই মহিলা প্রার্থীকে অপহরন দুস্কৃতিরা বলে অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

সূত্র মারফত জানা গেছে, গত শুক্রবার রাতে ঘুমোতে যাওয়ার সময় জরুরী কথা বলার নাম করে বাইরে ডেকে পেছন দিক থেকে দুহাত চেপে ধরে মুখ বেধে ফেলে কিছু দুস্কৃতী । এলাকায় তাঁরা তৃনমূল কর্মী বলেই পরিচিত। আর এহেন পরিস্থিতিতে স্ত্রী বাঁচানোর জন্য সেই বিজেপির মহিলা প্রার্থীর স্বামী মথুর চিৎকার শুরু করলে পাড়ার লোক জড়ো হওয়ার সাথে সাথেই এলাকা ছেড়ে চম্পট দেয় এই দুস্কৃতীরা।এদিকে দুস্কৃতীরা ভয়ে পালিয়ে গেলে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে তাদের মোটরবাইকটি আটক করলেও বিজেপির মহিলা প্রার্থীর এই অপহরনের কেসকে এফআইএর হিসাবে গ্রহন করেনি পুলিশ। অভিযোগ, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো রিসিভড কপি।

যদিও এ ব্যাপারে কেউ কোনো অভিযোগই দায়ের করেননি বলে জানিয়েছেন জেলার এক পুলিশকর্তা। এদিকে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে আপহরনের ঘটনায় তৃনমৃলের বিরুদ্ধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “তৃনমূল আশ্রিত দুস্কৃতিরাই আমাদের জয়ী সদস্য বালিকা ওরাংকে অপহরনের চেষ্টা করেছিল।” অন্যদিকে বিজেপির এই সমস্ত দাবি উড়িয়ে দিয়ে তৃনমূলের জেলা সম্পাদক নবেন্দু মাহালি বলেন, “তৃনমূলের বিরুদ্ধে কুৎসা করার জন্য বিজেপি রোজ নতুন নতুন নাটক তৈরি করছে।” রাজনৈতিক মহলের মতে, এবারের পঞ্চায়েতে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছে বিজেপি। আর তাই কি বোর্ড গঠনের আগে পাড়া, সাঁতুড়ী পঞ্চায়েতের পর এবার বান্দোয়ান বানজোড়া পঞ্চায়েতেও জয়ী বিজেপির প্রার্থীকে অপহরনের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!