এখন পড়ছেন
হোম > জাতীয় > মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ডিজিকে নোটিশ কমিশনের! অস্বস্তি তুঙ্গে!

মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ডিজিকে নোটিশ কমিশনের! অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সদ্য তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে তারা তৃতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই কেন্দ্রের পক্ষ থেকে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে নির্বাচনের পরবর্তী সময়কালে হিংসার ঘটনার কথা তুলে ধরে কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে।

আর এবার রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে ডিজির কাছে দুটো নোটিশ পাঠানো হল। যার একটি মহিলা কমিশন এবং অন্যটি শিশু অধিকার রক্ষা কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে মহিলা এবং শিশুদের বিষয়টি নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তার কাছে এই নোটিশ যে রাজ্য সরকারকে যথেষ্ট বিড়ম্বনার মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

বলা বাহুল্য, ভোটের পরবর্তী সময়কালে রাজ্যে নারীদের উপর ব্যাপক অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। আর বিরোধীদের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের কাছে একটি রিপোর্ট চেয়েছিল মহিলা কমিশন। কিন্তু সেই রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পুলিশের ডিজিকে জাতীয় মহিলা কমিশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, আগামী 31 তারিখ বেলা সাড়ে বারোটায় এই হাজিরা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে রাজ্যে একের পর এক শিশুদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ এসেছে শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ডিজি বীরেন্দ্রকে। স্বাভাবিক ভাবেই একই দিনে দুটো নোটিশ আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পরেই হামলার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এমনকি এই ব্যাপারে উষ্মা প্রকাশ করতে দেখা গেছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে‌। যার পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন বলে খবর। স্বাভাবিক ভাবে এমনিতেই তৃণমূল সরকারের অস্বস্তি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

আর মহিলা এবং শিশুদের সুরক্ষা নিয়ে দুই কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই নোটিশের পরিপ্রেক্ষিতে রিপোর্ট এবং হাজিরা দেওয়ার নির্দেশকে কেন্দ্র করে নতুন করে রাজ্য বনাম কেন্দ্রের তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দুই কমিশনের জোড়া নোটিশের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!