এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে একদা বহিস্কৃত নেতাকে দলে ফেরানোর কথা ঘোষণা

মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে একদা বহিস্কৃত নেতাকে দলে ফেরানোর কথা ঘোষণা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, তারা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে। স্বচ্ছ ব্যক্তিদের সামনে রেখেই তাদের দল পরিচালিত হয়। তবে মুখে তৃণমূল যে কথাই বলুন না কেন, কাজে যে তারা ঠিক তার বিপরীতটা করে দেখাচ্ছেন, তা আবার স্পষ্ট হয়ে গেল। যেখানে মহিলাকে ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল সিতাইয়ের তৃনমুল নেতা নুর আলম হোসেনকে।

কিন্তু রবিবার সেই তাকেই দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে জেলা তৃণমূল নেতৃত্ব যার ফলে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। এরকম একজন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কেন আবার তৃণমূল কংগ্রেস তাদের দলে ফিরিয়ে নিল, এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যেখানে সেই মহিলা অভিযোগ করেছিলেন যে, তাকে নানাভাবে ব্ল্যাকমেল করছেন সেই তৃণমূল নেতা।

আর এরপরেই অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু কিছুদিন কাটতে না কাটতেই এবার সেই নুর আলম হোসেনকে দলে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিল কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস। সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার স্থান নির্বাচন নিয়ে জেলা নেতৃত্বের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই নুর আলমকে দলে ফেরানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখানেই একাংশ প্রশ্ন করছেন, তাহলে বহিষ্কার করার কী প্রয়োজন ছিল? যদি এই নেতাকে কিছুদিনের মধ্যে দলেই সক্রিয় করা হবে, তাহলে কেন তাকে বহিষ্কার করা হল! এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “নুর আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাকে ফের দলের কাজ করতে বলা হয়েছে।” তবে এত বড় ঘটনায় তিনি অভিযুক্ত, সেখানে তাকে আবার দলের কাজ করতে বলে কি তৃনমূল নেতৃত্ব কি নিজেদের মুখ পোড়ালেন না?

এর ফলে তো বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে নতুন করে হাতিয়ার পেয়ে যাবে! পাশাপাশি এই ঘটনায় সরব হয়ে বিরোধীরা যদি ময়দানে নামেন, তাহলে তৃণমূলের পক্ষ থেকে আর জবাব দেওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!