এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল বিরোধিতা ছাড়া বিকল্প নীতি কই? মোহন ভাগবতের প্রশ্নবানে ঘায়েল রাজ্য-বিজেপি!

তৃণমূল বিরোধিতা ছাড়া বিকল্প নীতি কই? মোহন ভাগবতের প্রশ্নবানে ঘায়েল রাজ্য-বিজেপি!


প্রত্যেকেই জানেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের চালিকাশক্তি হলেও বিজেপির চালিকাশক্তি আরএসএস। কারণ বড় মেজো ছোটো প্রায় সব ধরনের বিজেপি নেতাই তাদের নিজেদের জীবনের প্রথম অনুশীলন গ্রহণ করে আরএসএসের শাখায়। তাই ভারতের রাজনীতিতে সংঘের ভূমিকা যে কতটা তা বলার অপেক্ষা রাখে না.

কিন্তু এবার সেই সংঘের শাসনের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনের পর থেকে গোটা পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিজেপি সংগঠন, কিন্তু প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার উপর ভরসা করে কি আগামী দিনে নির্বাচনগুলিতে সাফল্য নিশ্চিত করতে পারবেন আপনারা ?আরএসএস প্রধান মোহন ভাগবত যখন কলকাতায় এসে এই প্রশ্ন ছুঁড়ে দেয় তখন রীতিমত থমকে দাঁড়ায় রাজ্যের বিজেপি নেতারা।তবে কি বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায়কে?উঠছে প্রশ্ন।

উল্লেখ্য গত শনিবার তিনদিনের কলকাতা সফরে আসেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তিনি তার এই তিন দিনের সফরের অধিকাংশ সময় ঘাঁটি গেড়ে ছিলেন রাজ্যে আরএসএস এর সদর দপ্তর কেশব ভবনে। ভি এইচ পি ও আরএসএস এর নেতাদের সঙ্গে বৈঠক করেন সংঘ চালক। এছাড়াও তিনি বৈঠক করেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও।

আর সেই বৈঠকেই মোহন ভাগবত এর প্রশ্নের মুখে রীতিমতো অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ। রবিবার মোহন ভাগবত এর সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ,সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় আরএসএস নেতা ভাইয়াজি জোশী ও রন্তিদেব সেনগুপ্ত।
আর এই বৈঠকেই রাজ্যে তৃণমূল নীতির বিকল্প কি নীতি তৈরি করা হয়েছে দুজন নেতৃত্বের কাছে সেই প্রশ্নের উত্তর চান আরএসএস প্রধান। যদিও এই প্রশ্নের জবাবে একবারে নির্বাক হয়ে যান দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব আর এরপরই রাজ্যে তৃণমূল বিরোধিতার সরলরৈখিক নীতির বাইরে বিকল্প নীতি তৈরীর নির্দেশ প্রদান করেন মোহন ভাগবত।

তিনি বলেন লোকসভা নির্বাচনে রাজ্যের 40 শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু তারা যে ফের ভোট দেবে তার কোন নিশ্চয়তা নেই। কি করে আপনার ভোট ধরে রাখবেন-কিছু ভেবেছেন ? যদি বিকল্প নীতি না করে তৃণমূলকে সরানো হয় তাহলে অরাজকতা তৈরী হবে। এই রাজ্যে তৃণমূল বিরোধিতা এবং হিন্দুত্বের লাইনে চলে গত কয়েক বছরে ব্যাপক সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে রাজনৈতিক ভাবে প্রশাসন চালানোয় তাদের নীতি কি সে বিষয়ে এখনো কিছু জানেন না পশ্চিমবঙ্গবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়াই বিজেপির সাফল্যের একমাত্র ভরসা আর এজন্যই এলাকায় এলাকায় দিদিকে বলার মতো কর্মসূচি গ্রহণ করে মানুষের বিশ্বাস পুনরায় অর্জন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিকল্প নীতি ছাড়া তৃণমূলের সঙ্গে লড়াইয়ে সাফল্য যে পাওয়া সম্ভব নয় তা এক মতো বুঝিয়ে দিয়েছেন অনেক বিশেষজ্ঞরা। আর এই দিন রাজ্য বিজেপি নেতৃত্বকে সঙ্ঘচালক মোহন ভাগবত জানান তৃণমূলের সঙ্গে লড়তে গেলে বিকল্প নীতির প্রয়োজন নীতিহীনতায় ভূগলে তা বিজেপির পক্ষে ভালো হবে না।

বিজেপিকে আগামী দিনে নির্বাচনে নিজেদের আশানুরূপ ফল করতে গেলে যে তৃণমূল সরকারের বিকল্প রাজনৈতিক পরিকাঠামো করতে হবে তা স্পষ্ট হয়ে যায় মোহন ভাগবত এর কন্ঠে তাই। সব কিছু মিলিয়ে এই তিন দিনের আরএসএস প্রধানের বঙ্গ যাত্রা যে রাজনৈতিক মহলে এখন বিশেষ চর্চার বিষয় তা বলার অপেক্ষা রাখে না।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!