এখন পড়ছেন
হোম > খেলা > আই-লীগ ডার্বি – মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল – কি হল প্রথমার্ধের শেষে? জানুন বিস্তারিত

আই-লীগ ডার্বি – মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল – কি হল প্রথমার্ধের শেষে? জানুন বিস্তারিত


চলছে আই-লীগের অতি গুরুত্ত্বপূর্ন ম্যাচ – মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। এই বড় ম্যাচ ঘিড়ে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায় আপামর বাঙালি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস খেলোয়াড়দের উৎসাহ দিয়ে ম্যাচ শুরু করেন।

ম্যাচের প্রথম থেকেই তুল্যমূল্য লড়াই চলছিল। কোন দলই খোলস ছেড়ে সেভাবে আক্রমনে যাচ্ছিল না। তবে তুলনামূলক বল পসেশন ভালো ছিল সবুজ মেরুন ব্রিগেডের। আর তারই ফসল হিসাবে ম্যাচের ১২ মিনিটে ওমরের অনবদ্য পাস থেকে অনবদ্য গোল করে যান আজহারউদ্দিন মালিক।

কিন্তু, এই গোলের কিছুটা আগেই হলুদ কার্ড দেখেন মোহনবাগান অধিকারকে কিংসলে। গোল খেয়েই চেপে ধরে ইস্টবেঙ্গল – অনবদ্য পাসিং ফুটবল খেলে চাপ বাড়াতে থাকে মোহনবাগান ডিফেন্স। আর তারই ফলস্বরূপ মাত্র ৪ মিনিটের মধ্যে জবি জাস্টিনের পাস থেকে গোল শোধ করে দেন লালডেনমাউইয়া রালতে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে, এই গোলটি ‘অফসাইড’ ছিল বলে সন্দেহ থেকে যায়। কিন্তু, রেফারি গোল দিলে তা নিয়ে খুব একটা খুশি ছিলেন না সবুজ-মেরুন ব্রিগেডের খেলোয়াররা। এই গোলের পর সেভাবে আক্রমন দানা বাঁধছিল না কোনো দলেরই। মাঝে মোহন বাগানের ইউটা কিনওয়াকি হলুদ কার্ড দেখেন।

এরপরেই মোহনবাগান কোচ গোলদাতা আজহারউদ্দিনকে তুলে অভিজ্ঞ শেখ ফৈয়াজকে নামান। কিন্তু, তাতেও কাজের কাজ হয় না – প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় ব্যাকভলিতে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জবি জাস্টিন। এই গোলের সময় মোহনবাগান ডিফেন্সকে কার্যত ছন্নছাড়া লেগেছে।

যদিও – রেফারির বহু সিদ্ধান্ত মোহনবাগানের বিরুদ্ধে গেছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান খেলোয়াড়রা। এমনকি উত্তেজিত রিজার্ভ বেঞ্চকে সামাল দিতে ছুটে আসতে হয় চতুর্থ রেফারীকে। গ্যালারিতে ততক্ষনে আওয়াজ উঠে গেছে – গো ব্যাক রেফারি। যদিও, রেফারির বদান্যতায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লালকার্ড দেখার হাত থেকে বেঁচে যান মোহনবাগানের কিংসলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!